ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

যুক্তরাজ্যে করোনার টিকা নেওয়া প্রথম পুরুষ শেকসপিয়রের মৃত্যু

  • আপডেট সময় : ০১:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • ৬২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে করোনার টিকা নেওয়া প্রথম পুরুষ উইলয়াম শেকসপিয়র মারা গেছেন। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে কয়েক মাস হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তার মৃত্যু হয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। গত বছর ৮ ডিসেম্বর মধ্য ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় হাসপাতালে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার প্রথম ডোজ নেন তিনি।
অনুমোদন পাওয়ার পর যুক্তরাজ্যেই প্রথম এ টিকা দেওয়া হয়। শেকসপিয়রের আগে প্রথম নারী হিসেবে এ টিকা পেয়েছিলেন ৯০ বছর বয়সী মার্গারেট কিনান।
গতবছর স্ট্রোক করার পর ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন শেকসপিয়র। গত বৃহস্পতিবার (২০ মে) সেখানেই তার মৃত্যু হয়েছে।
শেসপিয়রের স্ত্রী জয় বলেন, করোনাভাইরাসের টিকা পাওয়া প্রথম ব্যক্তিদের একজন হতে পেরে তার স্বামী খুবই কৃতজ্ঞ ছিলেন। তিনি বলেন, এটা ছিল এমন এক বিষয়, যা নিয়ে তিনি গর্ববোধ করতেন। সংবাদমাধ্যমের খবর দেখে তিনি ভাবতেন, এটা হয়ত অনেকের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
এক সময় রোলস-রয়েসে চাকরি করতেন আধুনিককালের এই শেকসপিয়র। তিনি ছিলেন শৌখিন চিত্রগ্রাহক ও জ্যাজ সঙ্গীতের ভক্ত।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডিসেম্বর ধরেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি

যুক্তরাজ্যে করোনার টিকা নেওয়া প্রথম পুরুষ শেকসপিয়রের মৃত্যু

আপডেট সময় : ০১:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে করোনার টিকা নেওয়া প্রথম পুরুষ উইলয়াম শেকসপিয়র মারা গেছেন। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে কয়েক মাস হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তার মৃত্যু হয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। গত বছর ৮ ডিসেম্বর মধ্য ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় হাসপাতালে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার প্রথম ডোজ নেন তিনি।
অনুমোদন পাওয়ার পর যুক্তরাজ্যেই প্রথম এ টিকা দেওয়া হয়। শেকসপিয়রের আগে প্রথম নারী হিসেবে এ টিকা পেয়েছিলেন ৯০ বছর বয়সী মার্গারেট কিনান।
গতবছর স্ট্রোক করার পর ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন শেকসপিয়র। গত বৃহস্পতিবার (২০ মে) সেখানেই তার মৃত্যু হয়েছে।
শেসপিয়রের স্ত্রী জয় বলেন, করোনাভাইরাসের টিকা পাওয়া প্রথম ব্যক্তিদের একজন হতে পেরে তার স্বামী খুবই কৃতজ্ঞ ছিলেন। তিনি বলেন, এটা ছিল এমন এক বিষয়, যা নিয়ে তিনি গর্ববোধ করতেন। সংবাদমাধ্যমের খবর দেখে তিনি ভাবতেন, এটা হয়ত অনেকের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
এক সময় রোলস-রয়েসে চাকরি করতেন আধুনিককালের এই শেকসপিয়র। তিনি ছিলেন শৌখিন চিত্রগ্রাহক ও জ্যাজ সঙ্গীতের ভক্ত।