আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের লিভারপুল শহরের এক হাসপাতালের সামনে গাড়ি বিস্ফোরিত হয়ে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। গত রোববারের এ ঘটনার পর দেশটির সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ বলেছে, গাড়িটির এক পুরুষ যাত্রীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে আর গাড়িটির পুরুষ চালক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা জানিয়েছেন, তারা স্থানীয় পুলিশের সঙ্গে মিলে ঘটনাটির তদন্ত করছেন এবং কী ঘটেছে তা বের করার চেষ্টা করছেন। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, শহরের কেনসিংটন এলাকা থেকে ২৯, ২৬ ও ২১ বছর বয়সী তিন ব্যক্তিকে আটক করে তাদের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছেন বলে জানিয়েছেন।
প্রধান কনস্টেবল সেরেনা কেনেডি জানিয়েছেন, যুদ্ধে নিহতদের স্মরণে দেশব্যাপী দুই মিনিট নীরবতা শুরু হওয়ার ঠিক আগে (স্থানীয় সময় ১১টার আগে) লিভারপুল ওমেন্স হাসপাতালের সামনে গাড়ি বিস্ফোরণের ঘটনাটি ঘটে, তখনই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, যে গাড়িটিতে বিস্ফোরণ ঘটেছে সেটি একটি ট্যাক্সি আর বিস্ফোরণের অল্প কিছুক্ষণ আগে সেটি হাসপাতালের সামনে এসেছিল। “কী ঘটেছে তা নিশ্চিত করার জন্য এখনও কাজ চলছে,” বলেছেন কেনেডি। “কীভাবে বিস্ফোরণটি ঘটেছে তা জানানো হয়েছে আর কী থেকে এটি ঘটল তা বের করার জন্য কোনো পূর্ব ধারণার বশবর্তী না হয়ে খোলা মনে কাজ করে যাচ্ছি আমরা, সতর্ক থাকতেই এমনটি করা হচ্ছে। মার্সিসাইড পুলিশের সহযোগিতা নিয়ে সন্ত্রাসবিরোধী পুলিশ তদন্তের নেতৃত্ব দিচ্ছে,” বলেছেন তিনি।
তদন্তের এই পর্যায়ে বিস্ফোরণটিকে ‘সন্ত্রাসী ঘটনা’ হিসেবে ঘোষণা করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
যুক্তরাজ্যের লিভারপুলে গাড়ি বিস্ফোরণে নিহত ১, গ্রেপ্তার ৩
জনপ্রিয় সংবাদ

























