ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পোর্ট্রেট আঁকল নারী রোবট

  • আপডেট সময় : ০৬:৪২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: আগে রাজপরিবারের সদস্যদের ছবি আঁকার জন্য খ্যাতিমান চিত্রশিল্পীদের ডাক পড়ত। কিন্তু এখন সেই কাজ করেছে এক নারী রোবটশিল্পী।

মানুষের মতো দেখতে এই রোবটশিল্পীর নাম ‘আই-ডা’। এটি শুধু ছবি আঁকতেই পারে না, উন্নত ভাষা মডেলের সাহায্যে মানুষের সঙ্গে কথাও বলতে পারে। আই-ডা যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের একটি পোর্ট্রেট এঁকেছে। পোর্ট্রেটটির নাম রাখা হয়েছে ‘অ্যালগরিদম কিং’।

রোবটটি তৈরি করেছেন যুক্তরাজ্যের চিত্রকলা উদ্যোক্তা-ব্যবসায়ী আইডান মেলার। আই-ডা তৈরি হয় যুক্তরাজ্যের কর্নওয়ালে, ব্রিটিশ রোবোটিকস কোম্পানি ইঞ্জিনিয়ার্ড আর্টসের সহায়তায়। আই-ডা নামটি এসেছে অ্যাডা লাভলেসের নাম থেকে। তিনি বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার। আই-ডার চোখে বসানো আছে ছোট ক্যামেরা, যেগুলো তাকে ছবি আঁকতে সাহায্য করে। রোবটটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগরিদম ব্যবহার করে, রোবট হাত দিয়ে তেলরঙের ক্যানভাসে ছবি আঁকে। এর আগে ২০২২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের একটি পোর্ট্রেট এঁকেছিল আই-ডা। সেই পোর্ট্রেট ও রাজা তৃতীয় চার্লসের পোর্ট্রেট—এই দুই চিত্রকর্মই সম্প্রতি একসঙ্গে প্রদর্শিত হয় সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ আয়োজিত ‘এআই ফর গুড সামিট’-এ।

সেখানে বক্তব্য রাখতে গিয়ে আই-ডা বলে, জাতিসংঘের এই অসাধারণ আয়োজনের অংশ হতে পেরে সে সম্মানিত। রাজা তৃতীয় চার্লসের এই প্রতিকৃতি কেবল একটি সৃজনশীল কাজ নয়; বরং সমাজে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিবর্তিত ভূমিকার একটি বার্তাও বহন করে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে সাংস্কৃতিক পরিমণ্ডল গঠন করছে, তা ভাবার একটি সুযোগও দেয় এটি। আই-ডার আঁকা চিত্রকর্ম ইতিমধ্যে বিশ্বের বেশ কয়েকটি বিখ্যাত গ্যালারিসহ মিসরের পিরামিড এলাকায়ও প্রদর্শিত হয়েছে। ২০২৪ সালে আই-ডার আঁকা একটি চিত্রকর্ম নিলামে ১০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়ে ইতিহাস গড়েছিল।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পোর্ট্রেট আঁকল নারী রোবট

আপডেট সময় : ০৬:৪২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

প্রত্যাশা ডেস্ক: আগে রাজপরিবারের সদস্যদের ছবি আঁকার জন্য খ্যাতিমান চিত্রশিল্পীদের ডাক পড়ত। কিন্তু এখন সেই কাজ করেছে এক নারী রোবটশিল্পী।

মানুষের মতো দেখতে এই রোবটশিল্পীর নাম ‘আই-ডা’। এটি শুধু ছবি আঁকতেই পারে না, উন্নত ভাষা মডেলের সাহায্যে মানুষের সঙ্গে কথাও বলতে পারে। আই-ডা যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের একটি পোর্ট্রেট এঁকেছে। পোর্ট্রেটটির নাম রাখা হয়েছে ‘অ্যালগরিদম কিং’।

রোবটটি তৈরি করেছেন যুক্তরাজ্যের চিত্রকলা উদ্যোক্তা-ব্যবসায়ী আইডান মেলার। আই-ডা তৈরি হয় যুক্তরাজ্যের কর্নওয়ালে, ব্রিটিশ রোবোটিকস কোম্পানি ইঞ্জিনিয়ার্ড আর্টসের সহায়তায়। আই-ডা নামটি এসেছে অ্যাডা লাভলেসের নাম থেকে। তিনি বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার। আই-ডার চোখে বসানো আছে ছোট ক্যামেরা, যেগুলো তাকে ছবি আঁকতে সাহায্য করে। রোবটটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগরিদম ব্যবহার করে, রোবট হাত দিয়ে তেলরঙের ক্যানভাসে ছবি আঁকে। এর আগে ২০২২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের একটি পোর্ট্রেট এঁকেছিল আই-ডা। সেই পোর্ট্রেট ও রাজা তৃতীয় চার্লসের পোর্ট্রেট—এই দুই চিত্রকর্মই সম্প্রতি একসঙ্গে প্রদর্শিত হয় সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ আয়োজিত ‘এআই ফর গুড সামিট’-এ।

সেখানে বক্তব্য রাখতে গিয়ে আই-ডা বলে, জাতিসংঘের এই অসাধারণ আয়োজনের অংশ হতে পেরে সে সম্মানিত। রাজা তৃতীয় চার্লসের এই প্রতিকৃতি কেবল একটি সৃজনশীল কাজ নয়; বরং সমাজে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিবর্তিত ভূমিকার একটি বার্তাও বহন করে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে সাংস্কৃতিক পরিমণ্ডল গঠন করছে, তা ভাবার একটি সুযোগও দেয় এটি। আই-ডার আঁকা চিত্রকর্ম ইতিমধ্যে বিশ্বের বেশ কয়েকটি বিখ্যাত গ্যালারিসহ মিসরের পিরামিড এলাকায়ও প্রদর্শিত হয়েছে। ২০২৪ সালে আই-ডার আঁকা একটি চিত্রকর্ম নিলামে ১০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়ে ইতিহাস গড়েছিল।