আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এগিয়ে গেলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। মঙ্গলবার (১৯ জুলাই) টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, সোমবার ছিলো কনজারভেটিভ আইন প্রণেতাদের ভোটের পালা। ৩৫৮টি ভোটের মধ্যে সেখানে সর্বোচ্চ ভোট পান সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। তিনি ১১৫টি ভোট পান। আপাতত নির্বাচনের তিনটি ধাপেই এগিয়ে রয়েছেন ঋষি। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী যুক্তরাজ্যের পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করা টম টুগেন্ডহাট ও বরিস জনসন সরকারের বাণিজ্য নীতিবিষয়ক প্রতিমন্ত্রী পেনি মরডেন্ট। তবে সোমবারের নির্বাচনে টুগেন্ডহাট মাত্র ৩১টি ভোট পাওয়ায় প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে ছিটকে গেছেন বলে গেছে। পরবর্তী ধাপে কনজারভেটিভ পার্টির ২০ হাজার সদস্যের ভোটগ্রহণের পরই আগামী ৫ সেপ্টেম্বর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে।
ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের নামে একের পর এক বিতর্ক আগেই ছিলো। গত মাসেই ফের নতুন করে বিতর্কে জড়াতেই ব্রিটেনে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে শুরু করেছিলেন মন্ত্রীরা। জনসনের সমালোচনা করে প্রথমেই ইস্তফা দিয়েছিলেন অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। ২০১৫ সালে রিচমন্ডের নর্থ ইয়র্কশায়ার থেকে ঋষি প্রথমবার এমপি হন। পাঁচ বছরের কম সময়ে ২০২০ সালে দেশের অর্থমন্ত্রী হন তিনি। করোনাকালে অর্থনৈতিক চাপ সামলানোর জন্য প্রশংসা পেয়েছেন ঋষি সুনাক। ক্ষমতায় গেলে অর্থনীতির গতি ফেরাতে ও জনগণের করের বোঝা কমাতে চান তিনি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এগিয়ে ঋষি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ