বিদেশের খবর ডেস্ক : সম্প্রতি বিটেনে আশ্রয় নিয়েছে হাজার হাজার অভিবাসী। তাদের সামলাতে হিমশিম খাচ্ছে দেশটি। এরই মধ্যে লন্ডনের একটি অভিবাসী কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। শনিবার সশস্ত্র বন্দীরা হামলাটি চালিয়েছে বলে সংবাদ সংস্থা পিএ এক প্রতিবেদনে জানিয়েছে।
বার্তা সস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের ডোভারের দক্ষিণ উপকূলের কাছে ম্যানস্টন অভ্যর্থনা কেন্দ্রে ৪ হাজার অভিবাসীকে রাখা হয়েছে। এই কেন্দ্রের ধারণ ক্ষমতা মাত্র ১ হাজার ৬০০। এই রিপোর্ট পাওয়ার পর থেকে প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে যুক্তরাজ্য সরকার।
ডোভারের আরেকটি অভ্যর্থনা কেন্দ্রে গত রবিবারও ফায়ারবোমা নিক্ষেপ করেছিল একজন ব্যক্তি। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।
হিথ্রো বিমানবন্দরের কাছে হারমন্ডসওয়ার্থ ডিটেনশন সেন্টারে কখন ঝামেলা হয়েছিল তা সঠিকভাবে জানা যায়নি।
হোম অফিস জানিয়েছে, ‘ঘটানাটি বিদ্যুৎ বিভ্রাটের সময় ঘটেছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। হারমন্ডসওয়ার্থ অভিবাসন অপসারণ কেন্দ্রে একটি বিদ্যুৎ বিভ্রাট হয়েছে এবং এই সমস্যাটি সমাধান করার জন্য কাজ চলছে। আমরা কেন্দ্রের একটি গোলযোগ সম্পর্কে সচেতন অবস্থানে রয়েছি। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তারা ঘটনাস্থলে রয়েছে।’
পিএ নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, এটি বোঝা গেছে যে একদল বন্দী তাদের কক্ষ ছেড়ে বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মাঠে বেরিয়ে গেছে।
ডেইলি মেইল জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭.৪৫ মিনিটে প্রাথমিকভাবে পুলিশ কর্মকর্তাদের কেন্দ্রে ডাকা হয়েছিল।
ব্রিটিশ সরকার ছোট নৌকায় করে উত্তর ইউরোপ থেকে চ্যানেল পার হওয়া রেকর্ড সংখ্যক অভিবাসীদের মোকাবেলা করা নিয়ে হিমশিম খাচ্ছে।
চলতি বছরের শুরু থেকে ৩৮ হাজার মানুষ বিপজ্জনকবাবে যাত্রা করেছে বলে ২৬৬ অক্টোবর সরকারের স্বরাষ্ট্র বিষয়ক নির্বাচন কমিটিকে বলা হয়েছিল।
অভিবাসীদের আগমনকে ‘আক্রমণ’ হিসেবে বর্ণনা করায় ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্র্যাভারম্যান এই সপ্তাহের শুরুতে ক্ষোভের মুখে পড়েছিলেন। সেইসঙ্গে জাতিসংঘের নতুন অধিকার প্রধানের কাছ থেকে তিরস্কারও পেয়েছেন।
এছাড়াও অভিবাসীদের আশ্রয় দেওয়ার বিষয়টি অস্বীকার করায় কড়া সমালোচনার মুখে পড়েছিলেন ব্র্যাভারম্যান। অনেক অভিবাসীদের অস্থায়ী হোল্ডিং সেন্টারে কয়েক সপ্তাহ ধরে রেখেছিলেন তিনি। ক্যাম্পেইনাররা ম্যানস্টন সুবিধার শর্ত নিয়ে সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে।