ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

যা পাওয়া গেছে জাপানে মডার্নার টিকায়

  • আপডেট সময় : ০৮:৫৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • ৪৭ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : জাপানে সরবরাহ করা মডার্নার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার একটি ব্যাচে দূষণকারী পদার্থটি সম্ভবত ধাতব কণা। নিজেদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুইটি সূত্রের বরাতে জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে এই খবর জানিয়েছে। দূষণের কারণে ১৬ লাখ ৩০ হাজার ডোজ মডার্নার টিকা প্রয়োগ বৃহস্পতিবার বন্ধ করে দেয় জাপান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পাঁচ লাখ ৬০ হাজার ভায়ালের একটি ব্যাচের কয়েকটি ডোজে অন্য উপকরণ (ফরেন ম্যাটেরিয়ালস) পাওয়া যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এনএইচকে’র খবরে বলা হয়, কয়েকটি ভায়ালে পাওয়া ফরেন ম্যাটেরিয়ালসগুলো চুম্বকে প্রতিক্রিয়া দেখাচ্ছে। ফলে সেগুলো ধাতু হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, দূষণকারী পদার্থটি এখনও চূড়ান্তভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এমনিতেই তরুণদের টিকা নেওয়ার আগ্রহ তৈরিতে হিমশিম খাচ্ছে জাপান। এর মধ্যে টিকায় দূষণের খবর দেশটিকে নতুন আশঙ্কার জন্ম দেবে বলে ধারণা করা হচ্ছে। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সতর্কতা হিসেবে মডার্না টিকার ব্যাচটি ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এই পদক্ষেপের জেরে বেশ কয়েকটি জাপানি কোম্পানি টিকাদান কার্যক্রমে কর্মী দেওয়া বন্ধ করে দিয়েছে। ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলোও নতুন করে বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশগুলোতে মডার্নার ভ্যাকসিন বাজারজাত করার কাজে নিয়োজিত স্প্যানিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি রোভি জানিয়েছে, দূষণের ঘটনাটি সম্ভবত একটি উৎপাদনের সময়ই ঘটেছে। বিষয়টি তারা খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আয়নাঘরের পরতে পরতে নির্যাতনের চিহ্ন

যা পাওয়া গেছে জাপানে মডার্নার টিকায়

আপডেট সময় : ০৮:৫৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১

প্রত্যাশা ডেস্ক : জাপানে সরবরাহ করা মডার্নার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার একটি ব্যাচে দূষণকারী পদার্থটি সম্ভবত ধাতব কণা। নিজেদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুইটি সূত্রের বরাতে জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে এই খবর জানিয়েছে। দূষণের কারণে ১৬ লাখ ৩০ হাজার ডোজ মডার্নার টিকা প্রয়োগ বৃহস্পতিবার বন্ধ করে দেয় জাপান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পাঁচ লাখ ৬০ হাজার ভায়ালের একটি ব্যাচের কয়েকটি ডোজে অন্য উপকরণ (ফরেন ম্যাটেরিয়ালস) পাওয়া যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এনএইচকে’র খবরে বলা হয়, কয়েকটি ভায়ালে পাওয়া ফরেন ম্যাটেরিয়ালসগুলো চুম্বকে প্রতিক্রিয়া দেখাচ্ছে। ফলে সেগুলো ধাতু হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, দূষণকারী পদার্থটি এখনও চূড়ান্তভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এমনিতেই তরুণদের টিকা নেওয়ার আগ্রহ তৈরিতে হিমশিম খাচ্ছে জাপান। এর মধ্যে টিকায় দূষণের খবর দেশটিকে নতুন আশঙ্কার জন্ম দেবে বলে ধারণা করা হচ্ছে। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সতর্কতা হিসেবে মডার্না টিকার ব্যাচটি ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এই পদক্ষেপের জেরে বেশ কয়েকটি জাপানি কোম্পানি টিকাদান কার্যক্রমে কর্মী দেওয়া বন্ধ করে দিয়েছে। ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলোও নতুন করে বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশগুলোতে মডার্নার ভ্যাকসিন বাজারজাত করার কাজে নিয়োজিত স্প্যানিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি রোভি জানিয়েছে, দূষণের ঘটনাটি সম্ভবত একটি উৎপাদনের সময়ই ঘটেছে। বিষয়টি তারা খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে।