ফেনী সংবাদদাতা: ফেনীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলি জসিমকে গ্রেফতার করেছে র্যাব। গত শুক্রবার রাতে ফেনীর ফুলগাজী উপজেলা থেকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারের প্রেরণ করা হয়েছে। ফেনীস্থ র্যাব ৭-এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম ২৭ বছর পর বলি জসিমকে গ্রেফতারের সত্যটা নিশ্চিত করেছেন।
জসিম উদ্দিন প্রকাশ বলি জসিম (৪৭) ফুলগাজী উপজেলার পূর্ব বসিকপুর গ্রামের আব্দুল হক মজুমদারের ছেলে।
ফেনীস্থ র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বলি জসিমকে গ্রেফতার করা হয়। সে ফুলগাজী থানায় ১৯৯৭ সালে দায়েরকৃত একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত ছিল। দীর্ঘ ২৭ বছর যাবৎ জসিম দেশের বিভিন্ন স্থানে নাম পরিচয় গোপন করে আত্মগোপনে ছিল।