ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

যানজটে গাড়ি থেকে নেমে পালালেন নতুন জামাই

  • আপডেট সময় : ০১:৪০:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • ৯৭ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ভারতের ব্যাঙ্গালুরু রাজ্যের রাজধানী কর্ণাটকের রাস্তায় যানজট নিত্যদিনের ঘটনা। আর এ যানজট ‘আশীর্বাদ’ হয়ে এসেছে সদ্য বিবাহিত এক জামাইয়ের জন্য। বিয়ের পরদিন নববধূকে নিয়ে বাড়ি ফেরার সময় যানজটে পড়ে তিনি গাড়ি থেকে নেমে পালান। ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখন হদিস নেই সেই ব্যক্তির। খবর টাইমস অব ইন্ডিয়ার পুলিশ জানায়, গত ১৬ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে। নতুন জামাতার খোঁজ না পেয়ে শ্বশুরবাড়ির লোকজন ৫ মার্চ থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, সদ্য বিবাহিত এই পুরুষের গোয়ায় কাজ করার সময় সেখানে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সেই মেয়ে তাঁকে (বর) চিঠি পাঠিয়ে তাঁর লেখা আগের সব চিঠি ও দুজনের ব্যক্তিগত সব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এতে তিনি বেশ মানসিক চাপে পড়েন। ২২ বছরে নববধূ টাইমস অব ইন্ডিয়াকে বলেন, তাঁর স্বামী তাঁকে আগেই নিজের সম্পর্কের ব্যাপারে ও তাঁকে কীভাবে ওই মেয়ে হুমকি দিয়ে আসছেন, তা জানিয়েছিলেন। তখন তিনি তাঁকে আশ্বস্ত করেছিলেন, এ নিয়ে চিন্তার কিছু নেই। কিছু হলে তিনি ও তাঁর পরিবার তাঁর পাশে থাকবে। কিন্তু এরপরও সদ্য বিবাহিত এই পুরুষ বিয়ের পরদিনই পালিয়েছেন। সেদিন স্ত্রীকে নিয়ে তিনি গির্জায় গিয়েছিলেন। ফেরার পথে ওই ব্যক্তি গাড়িতে সামনের আসনে বসেছিলেন। পথে যানজটে পড়ে গাড়িটি। এই সুযোগে গাড়ির দরজা খুলে দৌড়ে পালান তিনি। নববধূ সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে এদিক-সেদিক খোঁজ করেও স্বামীকে পাননি। নববধূ জানান, কর্ণাটক ও গোয়ায় তাঁর বাবার ব্যবসায় তাঁর স্বামী সহযোগিতা করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আবু সাঈদের নৃশংস হত্যাকাণ্ডে গণঅভ্যুত্থানের সূচনা

যানজটে গাড়ি থেকে নেমে পালালেন নতুন জামাই

আপডেট সময় : ০১:৪০:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩

প্রত্যাশা ডেস্ক : ভারতের ব্যাঙ্গালুরু রাজ্যের রাজধানী কর্ণাটকের রাস্তায় যানজট নিত্যদিনের ঘটনা। আর এ যানজট ‘আশীর্বাদ’ হয়ে এসেছে সদ্য বিবাহিত এক জামাইয়ের জন্য। বিয়ের পরদিন নববধূকে নিয়ে বাড়ি ফেরার সময় যানজটে পড়ে তিনি গাড়ি থেকে নেমে পালান। ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখন হদিস নেই সেই ব্যক্তির। খবর টাইমস অব ইন্ডিয়ার পুলিশ জানায়, গত ১৬ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে। নতুন জামাতার খোঁজ না পেয়ে শ্বশুরবাড়ির লোকজন ৫ মার্চ থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, সদ্য বিবাহিত এই পুরুষের গোয়ায় কাজ করার সময় সেখানে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সেই মেয়ে তাঁকে (বর) চিঠি পাঠিয়ে তাঁর লেখা আগের সব চিঠি ও দুজনের ব্যক্তিগত সব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এতে তিনি বেশ মানসিক চাপে পড়েন। ২২ বছরে নববধূ টাইমস অব ইন্ডিয়াকে বলেন, তাঁর স্বামী তাঁকে আগেই নিজের সম্পর্কের ব্যাপারে ও তাঁকে কীভাবে ওই মেয়ে হুমকি দিয়ে আসছেন, তা জানিয়েছিলেন। তখন তিনি তাঁকে আশ্বস্ত করেছিলেন, এ নিয়ে চিন্তার কিছু নেই। কিছু হলে তিনি ও তাঁর পরিবার তাঁর পাশে থাকবে। কিন্তু এরপরও সদ্য বিবাহিত এই পুরুষ বিয়ের পরদিনই পালিয়েছেন। সেদিন স্ত্রীকে নিয়ে তিনি গির্জায় গিয়েছিলেন। ফেরার পথে ওই ব্যক্তি গাড়িতে সামনের আসনে বসেছিলেন। পথে যানজটে পড়ে গাড়িটি। এই সুযোগে গাড়ির দরজা খুলে দৌড়ে পালান তিনি। নববধূ সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে এদিক-সেদিক খোঁজ করেও স্বামীকে পাননি। নববধূ জানান, কর্ণাটক ও গোয়ায় তাঁর বাবার ব্যবসায় তাঁর স্বামী সহযোগিতা করেন।