যশোর সংবাদদাতা : যশোরের বেনাপোল চেকপোস্টে ভারতগামী এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৯০ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে আটক করেছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গতকাল শনিবার দুপুরের দিকে বেনাপোল চেকপোস্টের সিমলা এন্টারপ্রাইজ নামে একটি দোকান থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সিমলা এন্টারপ্রাইজের কর্মচারী ও বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের হারুনের ছেলে এবাদত (২২) ও বড় আঁচড়া গ্রামের শাহজামালের ছেলে মারুফ (২৫)। জানা যায়, পাবনার আরিফুল ইসলাম নামে এক যাত্রী ভারত যাওয়ার উদ্দেশে বেনাপোল চেকপোস্টে আসলে সিমলা এন্টারপ্রাইজের কর্মচারী এবাদত ও মারুফ ওই যাত্রীকে তাদের প্রতিষ্ঠানে ডেকে নেন। এরপর প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে ৯০ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেন। পরে বেনাপোল চেকপোস্টে কর্মরত গোয়েন্দা সংস্থার সদস্যদের সহায়তায় ওই টাকা উদ্ধার করে যাত্রীকে ফেরত দেওয়া হয় এবং ওই দুই প্রতারককে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।