প্রত্যাশা ডেস্ক : তিন বছর লেগেছে তৈরি করতে। তবে এবার শেষ পর্যন্ত যাত্রী নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী।
এক হাজার ১৮৮ ফুট দীর্ঘ রয়্যাল ক্যারিবিয়ান এর ওয়ান্ডার অব দ্য সি গত মাসে ডেলিভারি দেওয়া হয়। আগামী ৪ মার্চ এটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডেরডেল বন্দর থেকে ক্যারিবিয়ানের উদ্দেশে প্রথম যাত্রা শুরু করবে।
১৮তলার প্রমোদতরীটি তৈরি হয়েছে ফ্রান্সের একটি শিপইয়ার্ডে। এটি ৬ হাজার ৯৮৮ জন যাত্রী এবং ২ হাজার তিনশ’ কর্মী বহন করতে পারবে। রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের হোটেল পরিচালনা বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মার্ক টেমিস বলেন, ‘ছয় বছরের দীর্ঘ প্রক্রিয়ার পর আমরা ওয়ান্ডার অব দ্য সি এবং বিশ্ব-মানের সুবিধার সঙ্গে সারা বিশ্বের অতিথিদের পরিচয় করিয়ে দিতে উতলা হয়ে আছি।’
মার্চে ফ্লোরিডা থেকে ক্যারিবিয়ানের উদ্দেশে যাত্রায় জাহাজটি পাঁচ থেকে সাত রাতের প্রমোদ সেবা দেবে। আগামী মে মাসে এটি বার্সেলোনা থেকে রোমে যাত্রা করবে।
আটটি সুবিশাল এলাকা নিয়ে গঠিত ওয়ান্ডার অব দ্য সি। জাহাজটিতে ২০ হাজার সত্যিকার গাছ থাকবে। আরও নানা সুবিধার পাশাপাশি এতে থাকবে পুলের পাশে এক বিশালাকার মুভি স্ক্রীন। প্রমোদতরীটি মূলত ২০২১ সালে ডেলিভারি দেওয়ার কথা ছিল। তবে বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির কারণে এতে বিলম্ব হয়েছে। বিগত দুই বছর করোনা মহামারির কারণে প্রমোদ ভ্রমণ শিল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ডিসেম্বরে প্রমোদতরী ভ্রমণকে সর্বোচ্চ পর্যায়ের ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। জানুয়ারি মাসে সিডিসি প্রমোদতরী ভ্রমণের জন্য কিছু করোনা নির্দেশনা জারি করে। এই মাসে মার্কিন স্বাস্থ্য সংস্থাটি ঝুঁকি নির্দেশনা কমিয়ে আনে। নতুন নির্দেশনায় বলা হয় পূর্ণ টিকাপ্রাপ্ত মানুষেরা প্রমোদতরী ভ্রমণ করতে পারবেন। সূত্র: সিএনএন
যাত্রা শুরু করছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ