গাজীপুর প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যাঁরা জিয়াউর রহমানকে অস্বীকার করেন, তাঁরা স্বাধীনতার বিরোধী, তাঁরাই পাকিস্তানের অনুচর। সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘এখন আপনারা যা করছেন, তা পাকিস্তানের থেকে কোনো অংশে কম নয়, বরং বেশি করছেন। ১৯৭১ সালে পাকিস্তান যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছিল, মানুষকে হত্যা করেছিল। ঠিক একইভাবে আপনারা গণতন্ত্র কেড়ে নিয়েছেন। মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছেন। প্রতিদিন খবরের কাগজ খুললেই শুধু দুর্নীতির চিত্র পাওয়া যায়।’
গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর শহরের একটি কনভেনশন সেন্টারে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব কাজী সাইয়েদুল আলম ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক। উত্তরা থেকে জয়দেবপুর বিআরটি প্রকল্প নিয়ে মির্জা ফখরুল বলেন, এ রাস্তা করতে প্রতি কিলোমিটার খরচ হয়েছে ২১৩ কোটি টাকা। পৃথিবীতে কোনো দেশ নেই, যেখানে এক কিলোমিটার রাস্তা করতে ২১৩ কোটি টাকা লাগে।
নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বারবার চেষ্টা করেছে, এমনকি এরশাদ সরকারও চেয়েছে বিএনপিকে নির্মূল করতে। কিন্তু বিএনপি হলো ফিনিক্স পাখির মতো। বরাবরই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠে মানুষকে সঙ্গে নিয়ে আকাশে উড়াল দেয়।
অনুষ্ঠানে সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ, কেন্দ্রীয় সহশ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক।
যাঁরা জিয়াউর রহমানকে অস্বীকার করেন, তাঁরাই পাকিস্তানের অনুচর : মির্জা ফখরুল
ট্যাগস :
যাঁরা জিয়াউর রহমানকে অস্বীকার করেন
জনপ্রিয় সংবাদ