ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

যশোরে সড়কে ঝরল তিন প্রাণ

  • আপডেট সময় : ০১:৩৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোরে সদর ও বাঘারপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় সদর উপজেলায় দুজন এবং বাঘারপাড়া উপজেলায় একজনের মৃত্যু হয় বলে কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম জানান।
নিহতরা হলেন- সদর উপজেলার ঘুনি গ্রামের সাইফুর রহমান (৬০) ও মনজেল মজুমদার (৫৫) এবং বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামের রণজিৎ সরকার (৬৫)। স্থানীয়দের বরাত দিয়ে ওসি তাজুল বলেন, সাইফুর ও মনজেল সকাল সাড়ে ৯টার দিকে এক মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। যশোর-খুলনা মহাসড়কে সদর উপজেলার পদ্মবিলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সাইফুর ও মনজেল গুরুতর আহত হয়। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন মৃত ঘোষণা করেন। নিহত সাইফুরের ভাইপো আসাদুজ্জামান জানান, “আহত অবস্থায় আমরা দুজনকে হাসপাতালে আনি। সেখানে ভর্তির কিছুক্ষণ পর তারা মারা যান।”
এদিকে রোববার সকালে সাড়ে ৯টার দিকে যশোর-মাগুরা সড়কে বাঘারপাড়া উপজেলার খাজুরা ভাটার আমতলায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হন রণজিৎ। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি তাজুল বলেন, তিনটি লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও পরিবারের ৫৭৬ কোটি টাকা ফ্রিজ

যশোরে সড়কে ঝরল তিন প্রাণ

আপডেট সময় : ০১:৩৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২

যশোর প্রতিনিধি : যশোরে সদর ও বাঘারপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় সদর উপজেলায় দুজন এবং বাঘারপাড়া উপজেলায় একজনের মৃত্যু হয় বলে কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম জানান।
নিহতরা হলেন- সদর উপজেলার ঘুনি গ্রামের সাইফুর রহমান (৬০) ও মনজেল মজুমদার (৫৫) এবং বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামের রণজিৎ সরকার (৬৫)। স্থানীয়দের বরাত দিয়ে ওসি তাজুল বলেন, সাইফুর ও মনজেল সকাল সাড়ে ৯টার দিকে এক মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। যশোর-খুলনা মহাসড়কে সদর উপজেলার পদ্মবিলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সাইফুর ও মনজেল গুরুতর আহত হয়। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন মৃত ঘোষণা করেন। নিহত সাইফুরের ভাইপো আসাদুজ্জামান জানান, “আহত অবস্থায় আমরা দুজনকে হাসপাতালে আনি। সেখানে ভর্তির কিছুক্ষণ পর তারা মারা যান।”
এদিকে রোববার সকালে সাড়ে ৯টার দিকে যশোর-মাগুরা সড়কে বাঘারপাড়া উপজেলার খাজুরা ভাটার আমতলায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হন রণজিৎ। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি তাজুল বলেন, তিনটি লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।