বেনাপোল সংবাদদাতা: যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে বোমা বিস্ফোরণে এক যুবক গুরুতর জখম হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত যুবক বিপ্লব হোসেন (২১) ওই গ্রামের মহাসিনের ছেলে।
স্থানীয় একটি সূত্র ও পুলিশ জানায়, বিপ্লব বোমা তৈরি করতে গিয়ে নিজেই আহত হয়েছেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
বিপ্লবের মা পারুল বেগম জানান, ওইরাতে বিপ্লব বাথরুমে যাওয়ার জন্য বাড়ির বাইরে বের হলে হঠাৎ করে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। অজ্ঞাত কয়েকজন লোক অন্য কাউকে লক্ষ্য করে হামলা চালাতে এসেছিল। এ সময় বাড়ির দরজা খুলে বাইরে আসতেই বিপ্লব বিস্ফোরণে গুরুতর জখম হন। এ সময় হঠাৎ শব্দে পুরো গ্রাম কেঁপে ওঠে।
তিনি আরো জানান, বিপ্লব মাঠে কাজ করেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার জানান, বিপ্লবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বিপ্লব বোমা তৈরি করতে গিয়ে আহত হয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে।
এসি/আপ্র/১৯/১১/২০২৫



















