ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

যশোরে নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও, স্মারকলিপি প্রদান

  • আপডেট সময় : ০৪:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

যশোর সংবাদদাতা: যশোর-৬ (কেশবপুর) আসনসহ জেলার সকল সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে কেশবপুর উপজেলা বিএনপি।

রোববার (২৪ আগস্ট) বেলা ১১টায় এই দাবিতে যশোর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করা হয় দলের পক্ষ থেকে।

এ সময় সংসদীয় আসনটির বিপুলসংখ্যক সাধারণ ভোটারও উপস্থিত ছিলেন। পরে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি স্মারকলিপি জেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রদান করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।

ঘেরাও চলাকালে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জাতি যখন একটি সফল নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় মুখিয়ে আছে তখন একটি চক্র নির্বাচনি প্রক্রিয়াকে বানচাল করার ষড়যন্ত্র করছে। এই চক্র দেশকে আবারো অস্থিতিশীল করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে। সুকৃতি কুমার মণ্ডল নামে এক ব্যক্তি চক্রের দোসর হিসেবে যশোরের আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্রমূলক একটি আবেদন করেছেন।

নেতৃবৃন্দ বলেন, অবাক করার বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই আবেদনে সাড়া দিয়ে যশোরের ছয়টি সংসদীয় আসন পুনর্বিন্যাসের ঘোষণা দেওয়া হয়েছে। যা গ্রহণযোগ্য নয়।

তারা আরো বলেন, এই চক্রান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে যশোরের মানুষের নির্বাচনি সংস্কৃতি, ঐতিহ্য, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্ট করার যেকোনও প্রক্রিয়া তীব্র আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করা হবে।

কর্মসূচি চলাকালে যশোরের ছয়টি আসনের বর্তমান সীমানা অনুযায়ী সরকারঘোষিত ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান নেতৃবৃন্দ।

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যশোরে নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও, স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৪:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

যশোর সংবাদদাতা: যশোর-৬ (কেশবপুর) আসনসহ জেলার সকল সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে কেশবপুর উপজেলা বিএনপি।

রোববার (২৪ আগস্ট) বেলা ১১টায় এই দাবিতে যশোর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করা হয় দলের পক্ষ থেকে।

এ সময় সংসদীয় আসনটির বিপুলসংখ্যক সাধারণ ভোটারও উপস্থিত ছিলেন। পরে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি স্মারকলিপি জেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রদান করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।

ঘেরাও চলাকালে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জাতি যখন একটি সফল নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় মুখিয়ে আছে তখন একটি চক্র নির্বাচনি প্রক্রিয়াকে বানচাল করার ষড়যন্ত্র করছে। এই চক্র দেশকে আবারো অস্থিতিশীল করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে। সুকৃতি কুমার মণ্ডল নামে এক ব্যক্তি চক্রের দোসর হিসেবে যশোরের আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্রমূলক একটি আবেদন করেছেন।

নেতৃবৃন্দ বলেন, অবাক করার বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই আবেদনে সাড়া দিয়ে যশোরের ছয়টি সংসদীয় আসন পুনর্বিন্যাসের ঘোষণা দেওয়া হয়েছে। যা গ্রহণযোগ্য নয়।

তারা আরো বলেন, এই চক্রান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে যশোরের মানুষের নির্বাচনি সংস্কৃতি, ঐতিহ্য, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্ট করার যেকোনও প্রক্রিয়া তীব্র আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করা হবে।

কর্মসূচি চলাকালে যশোরের ছয়টি আসনের বর্তমান সীমানা অনুযায়ী সরকারঘোষিত ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান নেতৃবৃন্দ।

এসি/