ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

যশোরে দিনব্যাপী ফুটবল উৎসব অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৮:৫৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: যশোরে দিনব্যাপী ফুটবল উৎসব হয়ে গেলো। যশোর শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল উইক আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফুটবল উৎসবে অংশ নিয়েছে খুলনা বিভাগের ১৫টি ফুটবল একাডেমির ৬০০ খুদে ফুটবলার। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত এইচ ই মার্শেলো কার্লোস সিসা। বাংলাদেশের সঙ্গে ফুটবলীয় সম্পর্ক আরও নিবিড় করতেই আর্জেন্টাইন রাষ্ট্রদূতকে যশোরে আমন্ত্রণ জানিয়েছিল বাফুফে।
সিসা একাডেমিতে অবস্থিত ভাষাসৈনিক মুসা মিয়া ভবনের উদ্বোধন করেন। এরপর বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ।

অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবলের সফলতা কামনা করে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বলেছেন, ‘বাংলাদেশে ফুটবল খেলা হয় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে। এখানে ধনী-গরিব, ছোট-বড় সব স্তরের মানুষই ফুটবল খেলা দেখতে মাঠে আসেন। ফুটবল খেলার আনন্দ সবাই ভাগাভাগি করে নেয়। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের ফুটবলে সফলতা আসবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল, সহ-সভাপতি নাসের শাহারিয়ার জাহেদীসহ বাফুফের অন্যান্য কর্মকর্তা।

তাবিথ আউয়াল আর্জেন্টাইন রাষ্ট্রদূতের উপস্থিতি নিয়ে বলেছেন, ‘দেশের ফুটবলের উন্নয়নে চুক্তি রয়েছে আর্জেন্টিনার সঙ্গে। আর্জেন্টিনার রাষ্ট্রদূত নিজেই বাংলাদেশের তৃণমূল পর্যায়ে খেলা ফুটবলারদের দেখতে ছুটে এসেছেন।’ তিনি যোগ করেন, ‘আমরা চাই শামস-উল-হুদা ফুটবল একাডেমি যা করছে; এতে গ্রামপর্যায় থেকে ফুটবলের উন্নয়ন হবে। ফুটবলের উন্নয়নে আমরা এমন মাঠই চাই। আমরা তৃণমূল পর্যায়ের ফুটবলারদের উন্নয়ন করতে চাই। গ্রাসরুটস ফুটবল দিবস ও বিশ্ব ফুটবল সপ্তাহে তৃণমূল থেকে ছয়শত ফুটবলার অংশ নিয়েছে। এটা একটি বড় রেকর্ড।’

অনুষ্ঠানে আরও অনেক একাডেমির আগমনে ধন্যবাদ প্রকাশ করে বাফুফের সহ-সভাপতি ও শামস-উল-হুদা একাডেমির মালিক নাসের শাহরিয়ার জাহেদী বলেছেন, ‘ফিফা ও এএফসির এই অনুষ্ঠানে অনেক একাডেমি থেকে সব মিলিয়ে ছয় শতাধিক শিশু আমাদের একাডেমিতে আসায় আমরা অনুপ্রাণিত। বেসরকারি উদ্যোগে এ রকম একাডেমির মাধ্যমে আমাদের ফুটবল এগিয়ে যাবে। বাফুফে সভাপতি ফেডারেশনের পক্ষ থেকে একাডেমিগুলোকে সহায়তা করার ঘোষণাও দিয়েছেন।’

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রধান উপদেষ্টা হতাশ-ক্ষুব্ধ, ‘পদত্যাগ’ নিয়ে আলোচনা

যশোরে দিনব্যাপী ফুটবল উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

ক্রীড়া ডেস্ক: যশোরে দিনব্যাপী ফুটবল উৎসব হয়ে গেলো। যশোর শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল উইক আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফুটবল উৎসবে অংশ নিয়েছে খুলনা বিভাগের ১৫টি ফুটবল একাডেমির ৬০০ খুদে ফুটবলার। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত এইচ ই মার্শেলো কার্লোস সিসা। বাংলাদেশের সঙ্গে ফুটবলীয় সম্পর্ক আরও নিবিড় করতেই আর্জেন্টাইন রাষ্ট্রদূতকে যশোরে আমন্ত্রণ জানিয়েছিল বাফুফে।
সিসা একাডেমিতে অবস্থিত ভাষাসৈনিক মুসা মিয়া ভবনের উদ্বোধন করেন। এরপর বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ।

অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবলের সফলতা কামনা করে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বলেছেন, ‘বাংলাদেশে ফুটবল খেলা হয় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে। এখানে ধনী-গরিব, ছোট-বড় সব স্তরের মানুষই ফুটবল খেলা দেখতে মাঠে আসেন। ফুটবল খেলার আনন্দ সবাই ভাগাভাগি করে নেয়। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের ফুটবলে সফলতা আসবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল, সহ-সভাপতি নাসের শাহারিয়ার জাহেদীসহ বাফুফের অন্যান্য কর্মকর্তা।

তাবিথ আউয়াল আর্জেন্টাইন রাষ্ট্রদূতের উপস্থিতি নিয়ে বলেছেন, ‘দেশের ফুটবলের উন্নয়নে চুক্তি রয়েছে আর্জেন্টিনার সঙ্গে। আর্জেন্টিনার রাষ্ট্রদূত নিজেই বাংলাদেশের তৃণমূল পর্যায়ে খেলা ফুটবলারদের দেখতে ছুটে এসেছেন।’ তিনি যোগ করেন, ‘আমরা চাই শামস-উল-হুদা ফুটবল একাডেমি যা করছে; এতে গ্রামপর্যায় থেকে ফুটবলের উন্নয়ন হবে। ফুটবলের উন্নয়নে আমরা এমন মাঠই চাই। আমরা তৃণমূল পর্যায়ের ফুটবলারদের উন্নয়ন করতে চাই। গ্রাসরুটস ফুটবল দিবস ও বিশ্ব ফুটবল সপ্তাহে তৃণমূল থেকে ছয়শত ফুটবলার অংশ নিয়েছে। এটা একটি বড় রেকর্ড।’

অনুষ্ঠানে আরও অনেক একাডেমির আগমনে ধন্যবাদ প্রকাশ করে বাফুফের সহ-সভাপতি ও শামস-উল-হুদা একাডেমির মালিক নাসের শাহরিয়ার জাহেদী বলেছেন, ‘ফিফা ও এএফসির এই অনুষ্ঠানে অনেক একাডেমি থেকে সব মিলিয়ে ছয় শতাধিক শিশু আমাদের একাডেমিতে আসায় আমরা অনুপ্রাণিত। বেসরকারি উদ্যোগে এ রকম একাডেমির মাধ্যমে আমাদের ফুটবল এগিয়ে যাবে। বাফুফে সভাপতি ফেডারেশনের পক্ষ থেকে একাডেমিগুলোকে সহায়তা করার ঘোষণাও দিয়েছেন।’

আজকের প্রত্যাশা/কেএমএএ