যশোর সংবাদদাতা : যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডাঃ রেহেনেওয়াজ এই তথ্য জানিয়েছেন। সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার ২১৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ২৬ জন, কেশবপুরের চারজন, ঝিকরগাছার সাতজন, অভয়নগরের আটজন, মনিরামপুরের দুইজন, বাঘারপাড়ার চারজন, শার্শার সাতজন এবং চৌগাছার নয়জন। জেলায় শনাক্তের হার প্রায় ৩০ দশমিক ৫৯ শতাংশ। জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ হাজার ৩২০ জন, সুস্থ হয়েছেন ১৮ হাজার ২০২ জন। আর মৃত্যু হয়েছে ৪১৮ জনের। এদিকে, যশোর জেনারেল হাসপাতালে দুইজন করোনায় মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে আরও ৬৩ জন