যশোর সংবাদদাতা : যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭৭টি নমুনা পরীক্ষায় ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একইসময়ে করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। জেলাতে করোনা শনাক্তের হার ১৮ দশমিক ২৩ শতাংশ। যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডাঃ রেহেনেওয়াজ এই তথ্য জানিয়েছেন। ডাঃ রেহেনেওয়াজ জানান, সোমবার প্রাপ্ত ফলাফলে নতুন শনাক্তদের যশোর সদরের ৫২, শার্শার ৬, মনিরামপুরের ৬, কেশবপুরের ১ ও চৌগাছার ২, অভয়নগরের ৭, বাঘারপাড়ার ৬, ঝিকরগাছার সাতজনের রয়েছে। এ নিয়ে যশোরে ২০ হাজার ৫৯২ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে ১৯ হাজার ২৮২ জন সুস্থ হয়েছেন। আর মোট মারা গেছেন ৪৩২ জন। হাসপাতালে ভর্তি আছেন ৭০ জন করোনা রোগী৷
জনপ্রিয় সংবাদ