অর্থ-বাণিজ্য ডেস্ক : যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন মো. কামরুজ্জামান। সোমবার (৩০ মে) তার যোগদান উপলক্ষে কোম্পানির বোর্ডরুমে প্রধান কার্যালয়ের সব বিভাগীয় ইনচার্জ ও কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মো. কামরুজ্জামান দীর্ঘদিন বীমা সেবায় নিয়োজিত আছেন। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সভায় কোম্পানির চেয়ারম্যান বদরুল আলম খান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।