ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ ভেটেরিনারি কলেজে কর্মরত জনবলকে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আত্তীকরণের দাবিতে মানববন্ধন করেছেন ভেটেরিনারি শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের মেইন গেটে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন সংক্ষুব্ধ শিক্ষক-কর্মকর্তারা। এতে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের (যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও এলাকার বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ড. তারেক মুসা, ড. রাকিবুল হাসান শাওন, শিক্ষার্থী মাহাদী মুরতাজা, সায়েদ মুহাইমিন, রমজান হোসেন, জাহিদ হাসান, আকরামুল ইসলাম, ইউসুফ আলী, প্রকল্প কর্মচারী সোহেল, তোফাজ্জেল হোসেন সোহাগ, ফিরোজ, আবু সাঈদ, কাওসার, ঝন্টু মেম্বার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সালে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদ হিসাবে অধীভুক্ত করা হয়। পরে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের জনবলকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদের অধীন আত্মীকরণের সুপারিশ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এছাড়া ইউজিসি ও আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকেও আত্তীকরণের সুপারিশ করা হয়।