ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

যত সময়ই লাগুক বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনা হবে : আইনমন্ত্রী

  • আপডেট সময় : ০৯:৪৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
  • ৮৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের যেকোনো মূল্যে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ব্যাপারে উদ্যোগ অব্যাহত আছে বলে জানান তিনি।
গতকাল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যুক্ত হন। বঙ্গবন্ধুর খুনিদের বিচার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকি পলাতক খুনিদের ফিরিয়ে এনে যতই সময় লাগুক অবশ্যই তাদের রায় কার্যকর করা হবে। তাদেরকে ধরার জন্য এবং যাদের সম্বন্ধে আমরা জানি তারা কোথায় আছে তাদেরকে আনার জন্য আমাদের উদ্যোগ অব্যাহত আছে। তাদের ফিরিয়ে আনার ব্যাপারে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’
জাতীয় শোক দিবস প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘১৫ আগস্ট শোক দিবস শুধু আওয়ামী লীগের নয়, এটা সারা বাংলাদেশের।’ আনিসুল হক বলেন,‘আমরা ১৫ আগস্টের হত্যাকা-ের সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে ছয়জনের ফাঁসির রায় কার্যকর করেছি। বাকিদের রায়ও কার্যকর হবে।’ শোক দিবস সীমিত আকারে পালন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘করোনার সংক্রমণের ঝুঁকি থাকায় লোক সমাগম করে শোক দিবস পালন না করে লকডাউনে কর্মহীন উপজেলার এক হাজার সেলুন, চা দোকানদার ও দর্জি পরিবারকে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণসহ বিভিন্ন খাদ্য সহায়তা দেওয়া হবে।’ নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন করার জন্য নেতাকর্মীদেরকে পরামর্শ দেন।

করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে উপযুক্ত সবাইকে ভ্যাকসিন নিতে সহযোগিতা করার জন্য নিজ নির্বাচনী এলাকার যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দেন আইনমন্ত্রী। মতবিনিময় সভার শুরুতে ১৫ আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সব সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করা হয়। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজিম, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সামদানী ফেরদৌস, দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইদন মিয়া, উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান নান্নু, দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন বাবুল, মো. সেলিম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাংবাদিক মো. রফিকুল ইসলাম, আব্দুল হালিম হেলাল, দীপক ঘোষ, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মো. নুরুজ্জামানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যত সময়ই লাগুক বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনা হবে : আইনমন্ত্রী

আপডেট সময় : ০৯:৪৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের যেকোনো মূল্যে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ব্যাপারে উদ্যোগ অব্যাহত আছে বলে জানান তিনি।
গতকাল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যুক্ত হন। বঙ্গবন্ধুর খুনিদের বিচার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকি পলাতক খুনিদের ফিরিয়ে এনে যতই সময় লাগুক অবশ্যই তাদের রায় কার্যকর করা হবে। তাদেরকে ধরার জন্য এবং যাদের সম্বন্ধে আমরা জানি তারা কোথায় আছে তাদেরকে আনার জন্য আমাদের উদ্যোগ অব্যাহত আছে। তাদের ফিরিয়ে আনার ব্যাপারে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’
জাতীয় শোক দিবস প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘১৫ আগস্ট শোক দিবস শুধু আওয়ামী লীগের নয়, এটা সারা বাংলাদেশের।’ আনিসুল হক বলেন,‘আমরা ১৫ আগস্টের হত্যাকা-ের সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে ছয়জনের ফাঁসির রায় কার্যকর করেছি। বাকিদের রায়ও কার্যকর হবে।’ শোক দিবস সীমিত আকারে পালন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘করোনার সংক্রমণের ঝুঁকি থাকায় লোক সমাগম করে শোক দিবস পালন না করে লকডাউনে কর্মহীন উপজেলার এক হাজার সেলুন, চা দোকানদার ও দর্জি পরিবারকে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণসহ বিভিন্ন খাদ্য সহায়তা দেওয়া হবে।’ নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন করার জন্য নেতাকর্মীদেরকে পরামর্শ দেন।

করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে উপযুক্ত সবাইকে ভ্যাকসিন নিতে সহযোগিতা করার জন্য নিজ নির্বাচনী এলাকার যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দেন আইনমন্ত্রী। মতবিনিময় সভার শুরুতে ১৫ আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সব সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করা হয়। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজিম, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সামদানী ফেরদৌস, দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইদন মিয়া, উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান নান্নু, দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন বাবুল, মো. সেলিম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাংবাদিক মো. রফিকুল ইসলাম, আব্দুল হালিম হেলাল, দীপক ঘোষ, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মো. নুরুজ্জামানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।