ঢাকা ১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

যখন যা ইচ্ছে চাইতে পারেন, জাপানের প্রধানমন্ত্রীকে ট্রাম্প

  • আপডেট সময় : ০৬:৪৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ও অংশীদারদের মধ্যে জাপান অন্যতম বলে ঘোষণা করেছেন ট্রাম্প। সেই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে তিনি বলেছেন, যেকোনো ইস্যুতে টোকিওর পাশে থাকবে ওয়াশিংটন।

সোমবার (২৭ অক্টোবর) জাপান সফরে গিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকের আগে করমর্দন করার সময় ট্রাম্প মন্তব্য করেন, এটা খুবই দৃঢ় একটি করমর্দন।

পরে বৈঠকে তিনি বলেন, জাপান আমাদের ঘনিষ্ঠতম মিত্রদের মধ্যে অন্যতম এবং আমি আপনাকে বলতে চাই- যে কোনো সময় কোনো কিছু নিয়ে যদি আপনার মনে প্রশ্ন জাগে, সংশয় দেখা দেয়, যদি কখনও কোনো কিছুর প্রয়োজন হয়, কোনো উপকারের প্রয়োজন পড়ে- এমন কিছু যা আমাদের পক্ষে করা সম্ভব- সেক্ষেত্রে আপনি সবসময় আমাদের আপনার পাশে পাবেন।
এই বন্ধুত্বপূর্ণ আশ্বাসের প্রতিক্রিয়ায় ট্রাম্পের প্রশংসা করে তাকাইচি বলেন, প্রধানমন্ত্রী আবে’র (জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে) কাছে আমি আপনার প্রশংসা শুনেছি। তিনি প্রায়েই অগ্রসর কূটনীতির কথা বলতেন।

বৈঠক শেষে তাকাইচির সঙ্গে জাপানের বিরল খনিজ উপাদন ও ধাতু ক্রয় সংক্রান্ত একটি চুক্তি করেন ট্রাম্প। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ফোর্ড এফ ১৫০ ট্রাক ক্রয় সংক্রান্ত একটি চুক্তিতেও স্বাক্ষর করেছেন তাকাইচি এবং ট্রাম্প। দুই চুক্তি চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র-জাপানের বন্ধুত্ব এক নতুন যুগে প্রবেশ করেছে।

গত মাসে অস্ট্রেলিয়ার সঙ্গেও বিরল খনিজ উপাদান ও ধাতু ক্রয় সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছেন ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বিরল খনিজ উপাদানের আন্তর্জাতিক বাজারে চীনের প্রায় একচেটিয়া প্রাধান্য চলছে। ট্রাম্প বিভিন্ন দেশের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সম্পদনের মাধ্যমে ট্রাম্প চীনের এই একচেটিয়া প্রাধান্যে চিড় ধরাতে চাইছেন। সূত্র: আরটি, এএফপি

সানা/আপ্র/২৮/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

যখন যা ইচ্ছে চাইতে পারেন, জাপানের প্রধানমন্ত্রীকে ট্রাম্প

আপডেট সময় : ০৬:৪৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ও অংশীদারদের মধ্যে জাপান অন্যতম বলে ঘোষণা করেছেন ট্রাম্প। সেই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে তিনি বলেছেন, যেকোনো ইস্যুতে টোকিওর পাশে থাকবে ওয়াশিংটন।

সোমবার (২৭ অক্টোবর) জাপান সফরে গিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকের আগে করমর্দন করার সময় ট্রাম্প মন্তব্য করেন, এটা খুবই দৃঢ় একটি করমর্দন।

পরে বৈঠকে তিনি বলেন, জাপান আমাদের ঘনিষ্ঠতম মিত্রদের মধ্যে অন্যতম এবং আমি আপনাকে বলতে চাই- যে কোনো সময় কোনো কিছু নিয়ে যদি আপনার মনে প্রশ্ন জাগে, সংশয় দেখা দেয়, যদি কখনও কোনো কিছুর প্রয়োজন হয়, কোনো উপকারের প্রয়োজন পড়ে- এমন কিছু যা আমাদের পক্ষে করা সম্ভব- সেক্ষেত্রে আপনি সবসময় আমাদের আপনার পাশে পাবেন।
এই বন্ধুত্বপূর্ণ আশ্বাসের প্রতিক্রিয়ায় ট্রাম্পের প্রশংসা করে তাকাইচি বলেন, প্রধানমন্ত্রী আবে’র (জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে) কাছে আমি আপনার প্রশংসা শুনেছি। তিনি প্রায়েই অগ্রসর কূটনীতির কথা বলতেন।

বৈঠক শেষে তাকাইচির সঙ্গে জাপানের বিরল খনিজ উপাদন ও ধাতু ক্রয় সংক্রান্ত একটি চুক্তি করেন ট্রাম্প। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ফোর্ড এফ ১৫০ ট্রাক ক্রয় সংক্রান্ত একটি চুক্তিতেও স্বাক্ষর করেছেন তাকাইচি এবং ট্রাম্প। দুই চুক্তি চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র-জাপানের বন্ধুত্ব এক নতুন যুগে প্রবেশ করেছে।

গত মাসে অস্ট্রেলিয়ার সঙ্গেও বিরল খনিজ উপাদান ও ধাতু ক্রয় সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছেন ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বিরল খনিজ উপাদানের আন্তর্জাতিক বাজারে চীনের প্রায় একচেটিয়া প্রাধান্য চলছে। ট্রাম্প বিভিন্ন দেশের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সম্পদনের মাধ্যমে ট্রাম্প চীনের এই একচেটিয়া প্রাধান্যে চিড় ধরাতে চাইছেন। সূত্র: আরটি, এএফপি

সানা/আপ্র/২৮/১০/২০২৫