ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন। অন্য আটজনের মৃত্যু হয়ে উপসর্গ নিয়ে। শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটার মধ্যে তাদের মৃত্যু হয়। হাসপাতালটির করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম অনিল চক্রবর্তী। ৮৫ বছর বয়সী অনিলের বাড়ি ময়মনসিংহ সদরে। উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের সমলা, তহুরা বেগম, তারাকান্দার আয়েশা খাতুন, হালুয়াঘাটের মেদেন সিথিল, নেত্রকোনা সদরের আয়েশা, দুর্গাপুরের প্রমোধ পাল, মোহনগঞ্জের শফিকুল এবং টাঙ্গাইলের গোপালপুরের হাসমত আলী। ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে ১২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৩৩ জন চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।