ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে দ্বিতীয়বার অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষায় ফলাফল ঘোষণা করা হয়েছে। এই বোর্ডে পাশের হার শতকরা ৯৭ দশমিক ৫২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৯২ জন শিক্ষার্থী। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ৩০ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে উর্ত্তীণ হয়েছে এক লাখ ২৭ হাজার ৬১৮ জন। ৩১৬ টি প্রতিষ্ঠান শতভাগ কৃতকার্য হয়েছে। পাশের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। বোর্ডের অধীনে জেলা ওয়ারি পাসের হার নেত্রকোনায় ৯৮ দশমিক ৪৯ শতাংশ, জামালপুরে ৯৭ দশমিক ৪৩ শতাংশ, ময়মনসিংহ ৯৭ দশমিক ৩৩ শতাংশ ও শেরপুরে ৯৭ শতাংশ।