ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫

ম্যাশআপে যাত্রা শুরু, নজর থাকবে সব গানে

  • আপডেট সময় : ১১:৪৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: প্রকৃত অর্থে দেশে এখন মিউজিক ইন্ডাস্ট্রি রয়েছে কিনা, তা বড় প্রশ্ন। কেননা গান প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ বন্ধ হয়ে গেছে। আর যেগুলো টিকে আছে, তাদের নজর গান থেকে সরে নাটকে থিতু হয়েছে। ফলে রেকর্ড লেবেল থেকে গান প্রকাশের প্রচলন হারিয়ে যাচ্ছে ক্রমশ। এই বৈরি সময়েই নগরে নতুন একটি প্রতিষ্ঠান যাত্রা করলো; যাদের মূল লক্ষ্য গান প্রযোজনা করা। রেকর্ডিং ও প্রযোজনা স্টুডিওটির নাম ‘সং জোন’। বিজয় দিবস উপলক্ষে একটি দেশাত্মবোধক ম্যাশআপ গানের মাধ্যমে প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করেছে। গানটির শিরোনাম দেওয়া হয়েছে ‘ভার্সেটাইলিটি ইজ দ্য পিওর ইউনিটি’; এটি তাদের স্লোগান হিসেবেও ব্যবহৃত হচ্ছে। এতে কণ্ঠ দিয়েছেন তরুণ সংগীতশিল্পী সভ্যতা, ইননিমা, আকাশ গায়েন, নাঈম মাহমুদ, ডোপামিন রাব্বি, মাস্তানী ফকফকা ও জাহিন রশীদ।
দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত দেশাত্মবোধক গান ‘ধন ধান্য পুষ্প ভরা’ গানের সঙ্গে নতুন একটি অংশ যুক্ত করে এই গান বানানো হয়েছে। সংযোজিত লিরিক্স লিখেছেন অনুপ আইচ ও মুয়ীয মাহফুজ। সংগীতায়োজনে জাহিন রশীদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ‘ভিন্ন ভিন্ন মানুষের মিশ্র পছন্দের তালিকার প্রতি লক্ষ্য রেখে এ প্লাটফর্মে বাউল, গজল, কীর্তন, ব্লুজ, র‌্যাপ, কান্ট্রি- সব ধরনের গান এসে একটি কেন্দ্রে মিলিত হবে। তখনই মিলবে পিওর ইউনিটি। যেমন ৭১-এ বিজয় ছিনিয়ে আনার জন্য গানও ছিল শক্তিমান একটি অস্ত্র। বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হয়েছিল একটা পিওর ইউনিটি। যার ফলে দেশ পেয়েছিল বিজয়।’ ‘সং জোন’র নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন- সামি রহমান, নূর জামান রাজা, লোবা আহমেদ; ক্রিয়েটিভ প্রযোজক হিসেবে আছেন অনুপ আইচ; মিউজিক প্রডিউসার, সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে জাহিন রশীদ ও সমন্বয়ে মুয়ীয মাহফুজ।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

র‌্যাবের ওপর হামলা করে সন্ত্রাসী সাহেব আলীকে ছিনিয়ে নিলো সহযোগীরা

ম্যাশআপে যাত্রা শুরু, নজর থাকবে সব গানে

আপডেট সময় : ১১:৪৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক: প্রকৃত অর্থে দেশে এখন মিউজিক ইন্ডাস্ট্রি রয়েছে কিনা, তা বড় প্রশ্ন। কেননা গান প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ বন্ধ হয়ে গেছে। আর যেগুলো টিকে আছে, তাদের নজর গান থেকে সরে নাটকে থিতু হয়েছে। ফলে রেকর্ড লেবেল থেকে গান প্রকাশের প্রচলন হারিয়ে যাচ্ছে ক্রমশ। এই বৈরি সময়েই নগরে নতুন একটি প্রতিষ্ঠান যাত্রা করলো; যাদের মূল লক্ষ্য গান প্রযোজনা করা। রেকর্ডিং ও প্রযোজনা স্টুডিওটির নাম ‘সং জোন’। বিজয় দিবস উপলক্ষে একটি দেশাত্মবোধক ম্যাশআপ গানের মাধ্যমে প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করেছে। গানটির শিরোনাম দেওয়া হয়েছে ‘ভার্সেটাইলিটি ইজ দ্য পিওর ইউনিটি’; এটি তাদের স্লোগান হিসেবেও ব্যবহৃত হচ্ছে। এতে কণ্ঠ দিয়েছেন তরুণ সংগীতশিল্পী সভ্যতা, ইননিমা, আকাশ গায়েন, নাঈম মাহমুদ, ডোপামিন রাব্বি, মাস্তানী ফকফকা ও জাহিন রশীদ।
দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত দেশাত্মবোধক গান ‘ধন ধান্য পুষ্প ভরা’ গানের সঙ্গে নতুন একটি অংশ যুক্ত করে এই গান বানানো হয়েছে। সংযোজিত লিরিক্স লিখেছেন অনুপ আইচ ও মুয়ীয মাহফুজ। সংগীতায়োজনে জাহিন রশীদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ‘ভিন্ন ভিন্ন মানুষের মিশ্র পছন্দের তালিকার প্রতি লক্ষ্য রেখে এ প্লাটফর্মে বাউল, গজল, কীর্তন, ব্লুজ, র‌্যাপ, কান্ট্রি- সব ধরনের গান এসে একটি কেন্দ্রে মিলিত হবে। তখনই মিলবে পিওর ইউনিটি। যেমন ৭১-এ বিজয় ছিনিয়ে আনার জন্য গানও ছিল শক্তিমান একটি অস্ত্র। বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হয়েছিল একটা পিওর ইউনিটি। যার ফলে দেশ পেয়েছিল বিজয়।’ ‘সং জোন’র নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন- সামি রহমান, নূর জামান রাজা, লোবা আহমেদ; ক্রিয়েটিভ প্রযোজক হিসেবে আছেন অনুপ আইচ; মিউজিক প্রডিউসার, সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে জাহিন রশীদ ও সমন্বয়ে মুয়ীয মাহফুজ।