ক্রীড়া ডেস্ক: ম্যানচেস্টার সিটির সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘ ও মজবুত হচ্ছে আর্লিং হলান্ডের। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে সাড়ে ৯ বছরের নতুন চুক্তি করেছেন তিনি। আগামী ২০৩৪ সাল পর্যন্ত এখানে থাকবেন নরওয়ের তারকা স্ট্রাইকার। সিটির সঙ্গে হলান্ডের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। শুক্রবার করা নতুন চুক্তিতে সেটা বেড়ে গেল আরও ৭ বছর।
চুক্তির আর্থিক বিষয় নিয়ে অবশ্য কিছু প্রকাশ করেনি সিটি। তবে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইতিহাসের চোখধাঁধানো চুক্তিগুলোর একটি এটি। ২০২২ সালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে সিটিতে যোগ দেন হলান্ড। তখন বাই-আউট ক্লজ রাখা হলেও নতুন চুক্তি থেকে সেটি সরিয়ে দেওয়া হয়েছে।
অতীতে হলান্ডের প্রতি আগ্রহ দেখিয়েছিল স্পেনের দুই বড় ক্লাব রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তাই গুঞ্জন ছিল, ইংল্যান্ড ছেড়ে স্পেনে পাড়ি জমাতে পারেন তিনি। নতুন চুক্তিতে সেই আলোচনার ইতি ঘটল। সিটির সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি করতে পেরে যেন আনন্দের শেষ নেই হলান্ডের। আরও সাফল্য অর্জনে ক্লাবকে সাহায্য করে যেতে চান তিনি।
“নতুন চুক্তি করতে পেরে আমি সত্যিই খুশি। দারুণ এই ক্লাবে আরও বেশি সময় কাটানোর জন্য উন্মুখ হয়ে আছি। ম্যানচেস্টার সিটি বিশেষ একটি ক্লাব, এখানে সবাই চমৎকার মানুষ এবং দারুণ সব সমর্থক আছে। এখানকার আবহই এমন যে, সবার ভেতর থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করে।” “পেপ (গুয়ার্দিওলা), তার কোচিং স্টাফ, আমার সতীর্থ এবং ক্লাবের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই, কারণ গত কয়েক বছরে তারা আমাকে অনেক সাহায্য করেছে।
তারা ক্লাবটিকে এমন একটি বিশেষ জায়গা তৈরি করেছে, এখন যাই হোক না কেন আমি নিজেও সিটি। আমি উন্নতির ধারা অব্যাহত রাখতে চাই, আরও ভালো করার জন্য কাজ করে যেতে চাই এবং সামনে আরও সাফল্য অর্জনে আমার সেরাটা দিয়ে সহায়তা করতে চাই।” ২৪ বছর বয়সী হলান্ড দীর্ঘ মেয়াদী চুক্তি করায় খুশি সিটি কোচ পেপ গুয়ার্দিওলাও।
“এটা আমাদের সবার জন্য অসাধারণ একটি সংবাদ, ক্লাবের জন্যও। একজন খেলোয়াড় এই ধরনের চুক্তিতে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে যা সে আগে কখনো করেনি, কারণ দেখাতে চায় সে এখানে থাকতে কতটা মরিয়া।” সিটিতে যোগ দেওয়ার পর থেকেই দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হয়ে ওঠেন হলান্ড। প্রথম দুই মৌসুমে দলটির হয়ে গোলের স্রোত বইয়ে দেওয়ার এবং অনেক রেকর্ড গড়ার পর, এবার কিছুটা ছন্দহীনতায় ভুগছেন তিনি।
সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির জার্সিতে এখন পর্যন্ত ১২৬ ম্যাচ খেলে ১১১ গোল করেছেন হলান্ড। সতীর্থের ১৫টি গোলে রেখেছেন অবদান। ক্লাবটির হয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লিগ শিরোপাসহ জিতেছেন আরও কিছু ট্রফি। চলতি মৌসুমে তার দলও নেই চেনা ছন্দে। লিগ শিরোপা ধরে রাখার অভিযান থেকে প্রায় ছিটকেই পড়েছে দলটি; ২১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা, শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে।