ক্রীড়া ডেস্ক : অন্তর্র্বতীকালীন প্রধান কোচ হিসেবে চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছিলেন রাল্ফ র্যাগনিক। চুক্তি অনুযায়ী এই মৌসুম শেষে ক্লাবটির পরামর্শকের ভূমিকা গ্রহণ করার কথা। সেটাই হচ্ছে, পাশাপাশি আন্তর্জাতিক কোচিংয়েও নাম লিখলেন তিনি। অস্ট্রিয়া ফুটবল দলের নতুন কোচ নিযুক্ত হয়েছেন র্যাগনিক। গত বছর নভেম্বরে উলা গুনার সুলশার বরখাস্তের পর ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা মাইকেল ক্যারিকের কাছ থেকে দলের ভার কাঁধে নেন তিনি। মৌসুম শেষ হওয়ার পথে খুব যে সাফল্য পেয়েছেন তা নয়। তার জায়গায় পূর্ণকালীন দায়িত্ব নিয়েছেন এরিক টেন হ্যাগ। আর ২০২২ এর গ্রীষ্ম থেকে দুই ঘর সামলাবেন র্যাগনিক। ইউনাইটেডের অফিসিয়াল ওয়েবসাইটে র্যাগনিক দুটি দায়িত্ব নেওয়ার খবর জানান, ‘মৌসুম শেষে অস্ট্রিয়ার জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিব আমি, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পরামর্শকের দায়িত্ব চালিয়ে যাব। ইউনাইটেডকে আবারো সত্যিকারের শক্তিশালী দল বানাতে আমার অবদান রাখতে উন্মুখ। আর (অস্ট্রিয়া) কোচের ভূমিকা নিতে পারা আমার জন্য সম্মানের।’ এই প্রথম আন্তর্জাতিক ফুটবলের কোচিংয়ে নাম লিখছেন র্যাগনিক। অবশ্য ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত অস্ট্রিয়ান ক্লাব রেড সলসবুর্গের ডিরেক্টর অব ফুটবল হিসেবে অভিজ্ঞতা অর্জন করেছেন।