ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

ম্যানইউ’কে হতাশ করে লিভারপুলে গাকপো

  • আপডেট সময় : ১১:৫৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে তরুণ ডাচ ফরোয়ার্ড কোডি গাকপোকে বেশ ঘুরিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাকে কিনতে চেয়েও কেনেননি ম্যানইউ-এর নতুন কোচ এরিক টেন হাগ। নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি’তে খেলা এই তরুণ কাতার বিশ্বকাপে দারুণ ফুটবল খেলে শীতকালীন দলবদলের মৌসুমে ‘হট কেক’ হয়ে ওঠেন। ম্যানইউ নতুন করে তাকে কেনার আলোচনা শুরু করে। গাকপোও ওই আলোচনায় সাড়া দিয়েছিলেন। দুই পক্ষ আলোচনাও চালিয়ে যাচ্ছিল বলে বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে। ওই চুক্তি ‘ছিনতাই’ করে নিয়েছে লিভারপুল। রেড ডেলিভসদের হতাশ করে ২৩ বছর বয়সী গাকপো অল রেডসদের সঙ্গে চুক্তি করেছেন। এক আনুষ্ঠানিক বিবৃতিতে পিএসভি নিশ্চিত করেছে যে, কোডি গাকপোর সঙ্গে চুক্তির ব্যাপারে লিভারপুল এবং পিএসভি সমঝোতায় পৌঁছেছে। দলবদলের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য দ্রুত তিনি ইংল্যান্ডে যাবেন। চুক্তির আর্থিক বিষয়টি নিয়ে কোন ক্লাবই এখন কিছু বলতে আগ্রহী নয়। তবে এটা জানানো হচ্ছে যে, পিএসভি’র রেকর্ড দলবদল এটি। ইংলিশ সংবাদ মাধ্যম দাবি করেছে যে, গাকপোতে কিনতে ৩৭ মিলিয়ন পাউন্ডের মতো খরচ হচ্ছে লিভারপুলের। তাকে দলে ভেড়ানোর আগ্রহ প্রকাশ করার ৭২ ঘণ্টার মধ্যে লিভারপুল চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। ওই চুক্তি সফল করতে রেডস ডিফেন্ডার এবং ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইক বড় ভূমিকা রেখেছেন বলে মনে করা হচ্ছে। লিভারপুল সাদিও মানের জায়গা পূরণ করতে বেনফিকা থেকে ক্লাবের রেকর্ড ভেঙে ডারউইন নুনিয়েজকে দলে ভিড়িয়েছে। এর আগে ডিয়াগো জোটা এবং লুইস দিয়াজকে কিনেছেন জার্গেন ক্লপ। কিন্তু জোটা এবং দিয়াজ ইনজুরিতে থাকায় টপ ফোরে মৌসুমে শেষ করা রেডসদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। দলের ভার মোহামেদ সালাহ এবং রর্বাতো ফিরমিনো টানতে পারছেন না। সেজন্য জার্মান কোচ রেডস শিবিরে আনছে গাকপোকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ম্যানইউ’কে হতাশ করে লিভারপুলে গাকপো

আপডেট সময় : ১১:৫৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে তরুণ ডাচ ফরোয়ার্ড কোডি গাকপোকে বেশ ঘুরিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাকে কিনতে চেয়েও কেনেননি ম্যানইউ-এর নতুন কোচ এরিক টেন হাগ। নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি’তে খেলা এই তরুণ কাতার বিশ্বকাপে দারুণ ফুটবল খেলে শীতকালীন দলবদলের মৌসুমে ‘হট কেক’ হয়ে ওঠেন। ম্যানইউ নতুন করে তাকে কেনার আলোচনা শুরু করে। গাকপোও ওই আলোচনায় সাড়া দিয়েছিলেন। দুই পক্ষ আলোচনাও চালিয়ে যাচ্ছিল বলে বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে। ওই চুক্তি ‘ছিনতাই’ করে নিয়েছে লিভারপুল। রেড ডেলিভসদের হতাশ করে ২৩ বছর বয়সী গাকপো অল রেডসদের সঙ্গে চুক্তি করেছেন। এক আনুষ্ঠানিক বিবৃতিতে পিএসভি নিশ্চিত করেছে যে, কোডি গাকপোর সঙ্গে চুক্তির ব্যাপারে লিভারপুল এবং পিএসভি সমঝোতায় পৌঁছেছে। দলবদলের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য দ্রুত তিনি ইংল্যান্ডে যাবেন। চুক্তির আর্থিক বিষয়টি নিয়ে কোন ক্লাবই এখন কিছু বলতে আগ্রহী নয়। তবে এটা জানানো হচ্ছে যে, পিএসভি’র রেকর্ড দলবদল এটি। ইংলিশ সংবাদ মাধ্যম দাবি করেছে যে, গাকপোতে কিনতে ৩৭ মিলিয়ন পাউন্ডের মতো খরচ হচ্ছে লিভারপুলের। তাকে দলে ভেড়ানোর আগ্রহ প্রকাশ করার ৭২ ঘণ্টার মধ্যে লিভারপুল চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। ওই চুক্তি সফল করতে রেডস ডিফেন্ডার এবং ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইক বড় ভূমিকা রেখেছেন বলে মনে করা হচ্ছে। লিভারপুল সাদিও মানের জায়গা পূরণ করতে বেনফিকা থেকে ক্লাবের রেকর্ড ভেঙে ডারউইন নুনিয়েজকে দলে ভিড়িয়েছে। এর আগে ডিয়াগো জোটা এবং লুইস দিয়াজকে কিনেছেন জার্গেন ক্লপ। কিন্তু জোটা এবং দিয়াজ ইনজুরিতে থাকায় টপ ফোরে মৌসুমে শেষ করা রেডসদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। দলের ভার মোহামেদ সালাহ এবং রর্বাতো ফিরমিনো টানতে পারছেন না। সেজন্য জার্মান কোচ রেডস শিবিরে আনছে গাকপোকে।