ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

ম্যাটস শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস, মঙ্গলবারও অবস্থান

  • আপডেট সময় : ০৮:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

রোববার প্রেস ক্লাবের সামনে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আন্দোলনরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের দাবিদাওয়া পূরণের আশ্বাস দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি চলার মধ্যে সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেই আশ্বাসের কথা তুলে ধরে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

তবে স্বাস্থ্য মন্ত্রণালয় আশ্বাস দিলেও প্রেস ক্লাবে মঙ্গলবারও অবস্থান কর্মসূচি পালনের কথা বলছেন ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সিনিয়র সমন্বয়ক মো. হাসিবুল ইসলাম শান্ত। তিনি বলেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করবেন। এরপর যার যার মত বাসায় চলে যাবেন। মঙ্গলবার সকালে আবার প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নেবেন।

তারা আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। চার দফা দাবির মধ্যে এক দফা হয়ত কাল পরশুর মধ্যে মেনে নেবে। সেজন্য ৭২ ঘণ্টা সময় চেয়েছেন। আমরা প্রেসক্লাবের সামনে অবস্থান করছি। কালও (মঙ্গলবার) কিছু শিক্ষার্থী এখানে অবস্থান নেবেন।

সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন তিনি। তাদের দাবিদাওয়া বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলেছে, সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষার্থী ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও অধিদপ্তরের মহাপরিচালকের সভা হয়েছে। আলোচনায় উভয়পক্ষ শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে কয়েকটি বিষয়ে একমত হয়েছেন। এর মধ্যে যৌক্তিক ও স্বল্পসময়ে বাস্তবায়নযোগ্য দাবিগুলো চিহ্নিত করে ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদকে জানানো হয়েছে।

প্রথম দাবি অর্থাৎ শূন্যপদ পূরণের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঐক্য পরিষদকে বলা হয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রক্রিয়া শুরু করেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ সম্পর্কিত দৃশ্যমান অগ্রগতি হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দ্বিতীয় দাবি উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদটি দশম গ্রেডে উন্নীতকরণের বিষয়ে ঐক্য পরিষদকে বলা হয়েছে, ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে, বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিবেচনায় আছে।

“শিক্ষার্থীদের দাবি প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন এবং উচ্চশিক্ষার সুযোগ- এই দুটি বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরে বিভিন্ন পক্ষ এবং কর্তৃপক্ষ সম্পর্কিত। এ কারণে সেগুলো পূরণ করা সময়সাপেক্ষ। তবে সেগুলো নিয়েও উভয়পক্ষের মধ্যে সৌহাদ্যপূর্ণ আলোচনা পরবর্তী কর্মপন্থা ঠিক করা হয়েছে।”

বাকি দাবিগুলো নিয়ে গ্রহণযোগ্য সমাধানে আলাপ-আলোচনা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধারণের জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়। শূন্য পদে নিয়োগ ও সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরিসহ কয়েকটি দাবিতে আন্দোলনে নামা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন।

আগের দিন রোববার শাহবাগের অবস্থান থেকে সচিবালয়ে যাওয়ার পথে তাদের লাঠিচার্জ করে পুলিশ। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার পর আন্দোলনকারীরা শহীদ মিনারে অবস্থান নিয়েছিলেন। রাতেও তারা সেখানে অবস্থানের ঘোষণা দেন। দুপুরে পর্যন্ত শহীদ মিনারে থেকে প্রেস ক্লাবের সামনে যান।

ম্যাটস শিক্ষার্থীরা সরকারি/বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি, অবিলম্বে দশম গ্রেডে শুন্য পদে নিয়োগ, চার বছরের অ্যাকাডেমিক কোর্স বহাল রেখে কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এক বছরের ইন্টার্নশিপ, প্রস্তাবিত ‘অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড’ বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।

দেশে ১৬টি সরকারি ম্যাটসে প্রতি বছর ১ হাজার ৮২ জন এবং ৫১টি বেসরকারি অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে ভর্তির সুযোগ পান ৪ হাজার ৪৯০ জন। এসব প্রতিষ্ঠান থেকে তিন বছরের কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিগ্রি পান। পরে তারা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করার সুযোগ পেয়ে থাকেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মব বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করবো: উপদেষ্টা মাহফুজ

ম্যাটস শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস, মঙ্গলবারও অবস্থান

আপডেট সময় : ০৮:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আন্দোলনরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের দাবিদাওয়া পূরণের আশ্বাস দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি চলার মধ্যে সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেই আশ্বাসের কথা তুলে ধরে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

তবে স্বাস্থ্য মন্ত্রণালয় আশ্বাস দিলেও প্রেস ক্লাবে মঙ্গলবারও অবস্থান কর্মসূচি পালনের কথা বলছেন ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সিনিয়র সমন্বয়ক মো. হাসিবুল ইসলাম শান্ত। তিনি বলেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করবেন। এরপর যার যার মত বাসায় চলে যাবেন। মঙ্গলবার সকালে আবার প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নেবেন।

তারা আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। চার দফা দাবির মধ্যে এক দফা হয়ত কাল পরশুর মধ্যে মেনে নেবে। সেজন্য ৭২ ঘণ্টা সময় চেয়েছেন। আমরা প্রেসক্লাবের সামনে অবস্থান করছি। কালও (মঙ্গলবার) কিছু শিক্ষার্থী এখানে অবস্থান নেবেন।

সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন তিনি। তাদের দাবিদাওয়া বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলেছে, সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষার্থী ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও অধিদপ্তরের মহাপরিচালকের সভা হয়েছে। আলোচনায় উভয়পক্ষ শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে কয়েকটি বিষয়ে একমত হয়েছেন। এর মধ্যে যৌক্তিক ও স্বল্পসময়ে বাস্তবায়নযোগ্য দাবিগুলো চিহ্নিত করে ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদকে জানানো হয়েছে।

প্রথম দাবি অর্থাৎ শূন্যপদ পূরণের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঐক্য পরিষদকে বলা হয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রক্রিয়া শুরু করেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ সম্পর্কিত দৃশ্যমান অগ্রগতি হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দ্বিতীয় দাবি উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদটি দশম গ্রেডে উন্নীতকরণের বিষয়ে ঐক্য পরিষদকে বলা হয়েছে, ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে, বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিবেচনায় আছে।

“শিক্ষার্থীদের দাবি প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন এবং উচ্চশিক্ষার সুযোগ- এই দুটি বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরে বিভিন্ন পক্ষ এবং কর্তৃপক্ষ সম্পর্কিত। এ কারণে সেগুলো পূরণ করা সময়সাপেক্ষ। তবে সেগুলো নিয়েও উভয়পক্ষের মধ্যে সৌহাদ্যপূর্ণ আলোচনা পরবর্তী কর্মপন্থা ঠিক করা হয়েছে।”

বাকি দাবিগুলো নিয়ে গ্রহণযোগ্য সমাধানে আলাপ-আলোচনা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধারণের জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়। শূন্য পদে নিয়োগ ও সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরিসহ কয়েকটি দাবিতে আন্দোলনে নামা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন।

আগের দিন রোববার শাহবাগের অবস্থান থেকে সচিবালয়ে যাওয়ার পথে তাদের লাঠিচার্জ করে পুলিশ। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার পর আন্দোলনকারীরা শহীদ মিনারে অবস্থান নিয়েছিলেন। রাতেও তারা সেখানে অবস্থানের ঘোষণা দেন। দুপুরে পর্যন্ত শহীদ মিনারে থেকে প্রেস ক্লাবের সামনে যান।

ম্যাটস শিক্ষার্থীরা সরকারি/বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি, অবিলম্বে দশম গ্রেডে শুন্য পদে নিয়োগ, চার বছরের অ্যাকাডেমিক কোর্স বহাল রেখে কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এক বছরের ইন্টার্নশিপ, প্রস্তাবিত ‘অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড’ বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।

দেশে ১৬টি সরকারি ম্যাটসে প্রতি বছর ১ হাজার ৮২ জন এবং ৫১টি বেসরকারি অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে ভর্তির সুযোগ পান ৪ হাজার ৪৯০ জন। এসব প্রতিষ্ঠান থেকে তিন বছরের কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিগ্রি পান। পরে তারা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করার সুযোগ পেয়ে থাকেন।