ক্রীড়া ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে দ্বিতীয় ম্যাচটি বলতে গেলে হারতে হারতেই জিতেছে বাংলাদেশ। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কষ্টের সেই জয় সম্ভব হয়েছে সাকিব আল হাসান নামক এক প্রতিরোধের কল্যাণে। তাতে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতলেও ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনি মনে করেন, ব্যাটসম্যানরা প্রচুর বাজে শট খেলে দলকে বিপদে ফেলতে যাচ্ছিলেন! জিম্বাবুয়ের দেওয়া ২৪১ রান তাড়া করতে নেমে ১৪৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেই বিপদ থেকে দলকে উদ্ধার করেছেন মূলত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সেখানে মাহমুদউল্লাহ, আফিফ ও সাইফউদ্দিনের কিছু ভূমিকাও ছিল। কিন্তু জয়ে তৃপ্ত হলেও ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন তামিম। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমাদের অবশ্যই কিছু পরিকল্পনা ছিল। তবে ব্যাটিং ইউনিট হিসেবে, আরও ভালো করতে পারতাম। আমার মনে হয়, সফট ডিসমিসাল আজকে একটু বেশিই হয়েছে। পরে সাকিব ও সাইফউদ্দিন যেভাবে ব্যাট করেছে, তা দেখাটা দারুণ ছিল।’
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বোলাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। দলে মোস্তাফিজ না থাকলেও তার অভাব বুঝতে দেননি তাসকিন-শরিফুল-সাইফউদ্দিনরা। বোলারদের ধারাবাহিক পারফরম্যান্স নিয়ে তামিম বলেছেন, ‘ওদেরকে ২৪০ রানে আটকে রাখা বোলারদের বেশ ভালো পারফরম্যান্স ছিল। প্রথম ম্যাচের চেয়ে উইকেট ভালো ছিল (ব্যাটিংয়ের জন্য)। তার পরও বোলারররা ভালো করেছে। ওদের পারফরম্যান্সে আমি খুশি।’
ম্যাচ জয়ে তৃপ্ত হলেও তামিমের হতাশা ব্যাটিং নিয়ে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ