ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

ম্যাক মিনির ‘স্টুডিও’ সংস্করণ বানাচ্ছে অ্যাপল?

  • আপডেট সময় : ১০:৩৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : অ্যাপলের ‘পিক পারফর্মেন্স’ আয়োজনের বাকি আর এক দিন। এমন সময়ে খবর রটেছে, নিজস্ব সিলিকন চিপ নির্ভর নতুন ‘ম্যাক স্টুডিও’ বানাচ্ছে অ্যাপল।
‘পিক পারফর্মেন্স’ আয়োজনেই অ্যাপল ইনটেল চিপ থেকে সরে এসে নিজস্ব নকশার সিলিকন চিপ নির্ভর নতুন ‘ম্যাক মিনি’ ও ‘ম্যাক প্রো’ দেখাবে, এমন গুজব শোনা যাচ্ছে বেশ কিছু দিন ধরেই।
এর মধ্যেই নতুন ‘ম্যাক স্টুডিও’র খবর দিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫ম্যাক। ‘গোপন’ তথ্য-উপাত্ত দেখার সুযোগ হয়েছে বলে দাবি করেছে সাইটটি। প্রতিষ্ঠানটি বলছে, মূলত ‘ম্যাক মিনি’র উপর ভিত্তি করেই নকশা করা হয়েছে ‘ম্যাক স্টুডিও’র; কিন্তু ম্যাক মিনি’র চেয়ে শক্তিশালী হার্ডওয়্যার থাকবে এতে।
কথিত ‘ম্যাক স্টুডিও’র দুটি সংষ্করণ নিয়ে অ্যাপল কাজ করছে বলে জানিয়েছে ৯টু৫ম্যাক। এর মধ্যে প্রথমটিতে অ্যাপলের ‘এম১ ম্যাক্স’ চিপ থাকবে। আর দ্বিতীয় সংস্করণটিতে অ্যাপলের সিলিকন চিপ থাকলেও, সেটি বর্তমান এম১ ম্যাক্সের তুলনায় শক্তিশালী হবে বলে জানিয়েছে সাইটটি।

“নতুন ম্যাক স্টুডিওকে অভ্যন্তরীণভাবে চিহ্নিত করা হচ্ছে ‘জে৩৭৫’ কোডনেইম দিয়ে।”

বলা হচ্ছে, ম্যাক মিনি আর ম্যাক প্রো, এই দুটি লাইনে মধ্যে নতুন শ্রেণি যোগ করবে ম্যাক স্টুডিও। মূলত, পেশাদার ক্রেতাদের প্রয়োজনের কথা মাথায় রেখে ডিভাইসটির নকশা করছে অ্যাপল।

অ্যাপল ‘ম্যাক স্টুডিও’ এবং ‘অ্যাপল স্টুডিও ডিসপ্লে’-কে একে অন্যের পরিপূরক পণ্য হিসেবে বাজারজাত করবে বলে ধারণা করছে ৯টু৫ম্যাক।

অ্যাপল “ছোট ম্যাক প্রো’ নিয়ে কাজ করছে, এমন খবর আগেই দিয়েছিলেন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের সংবাদকর্মী মার্ক গার্ম্যান। গার্ম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, ৪০ কোর-এর সিপিইউ এবং ১২৮ কোর-এর জিপিইউ থাকবে নতুন ম্যাকের সিলিকন চিপে।

৯টু৫ম্যাক বলছে, সম্ভবত ‘ম্যাক স্টুডিও’র কথাই বলেছিলেন গার্ম্যান। ম্যাক মিনি’র ইনটেল চিপ নির্ভর বিলাসবহুল সংস্করণটি বিকল্প হিসেবে বাজারে আসবে এই কম্পিউটারটি।

অ্যাপল ৮ মার্চের ‘পিক পারফর্মেন্স আয়োজনে এই কথিত ‘ম্যাক স্টুডিও’ উন্মোচন করবে কি না, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে, অ্যাপল ২০২২ সালের পুরোটা জুড়েই নিজস্ব সিলিকন চিপ নির্ভর কম্পিউটারের একাধিক নতুন কম্পিউটার উন্মোচন করতে যাচ্ছে সে বিষয়টি প্রায় নিশ্চিত।

৮ মার্চের ইভেন্টের পাশাপাশি জুন মাসের ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি)’তে অ্যাপল আরো কয়েকটি কম্পিউটার উন্মোচন করবে বলে দাবি করেছেন গার্ম্যান। ৯টু৫ম্যাক বলছে, ম্যাক স্টুডিও নিয়ে ‘পিক পারফর্মেন্স’-এ ঘোষণা না এলেও হয়তো বেশি দিন অপেক্ষা করতে হবে না অ্যাপল ভক্তদের।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ম্যাক মিনির ‘স্টুডিও’ সংস্করণ বানাচ্ছে অ্যাপল?

আপডেট সময় : ১০:৩৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২

প্রযুক্তি ডেস্ক : অ্যাপলের ‘পিক পারফর্মেন্স’ আয়োজনের বাকি আর এক দিন। এমন সময়ে খবর রটেছে, নিজস্ব সিলিকন চিপ নির্ভর নতুন ‘ম্যাক স্টুডিও’ বানাচ্ছে অ্যাপল।
‘পিক পারফর্মেন্স’ আয়োজনেই অ্যাপল ইনটেল চিপ থেকে সরে এসে নিজস্ব নকশার সিলিকন চিপ নির্ভর নতুন ‘ম্যাক মিনি’ ও ‘ম্যাক প্রো’ দেখাবে, এমন গুজব শোনা যাচ্ছে বেশ কিছু দিন ধরেই।
এর মধ্যেই নতুন ‘ম্যাক স্টুডিও’র খবর দিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫ম্যাক। ‘গোপন’ তথ্য-উপাত্ত দেখার সুযোগ হয়েছে বলে দাবি করেছে সাইটটি। প্রতিষ্ঠানটি বলছে, মূলত ‘ম্যাক মিনি’র উপর ভিত্তি করেই নকশা করা হয়েছে ‘ম্যাক স্টুডিও’র; কিন্তু ম্যাক মিনি’র চেয়ে শক্তিশালী হার্ডওয়্যার থাকবে এতে।
কথিত ‘ম্যাক স্টুডিও’র দুটি সংষ্করণ নিয়ে অ্যাপল কাজ করছে বলে জানিয়েছে ৯টু৫ম্যাক। এর মধ্যে প্রথমটিতে অ্যাপলের ‘এম১ ম্যাক্স’ চিপ থাকবে। আর দ্বিতীয় সংস্করণটিতে অ্যাপলের সিলিকন চিপ থাকলেও, সেটি বর্তমান এম১ ম্যাক্সের তুলনায় শক্তিশালী হবে বলে জানিয়েছে সাইটটি।

“নতুন ম্যাক স্টুডিওকে অভ্যন্তরীণভাবে চিহ্নিত করা হচ্ছে ‘জে৩৭৫’ কোডনেইম দিয়ে।”

বলা হচ্ছে, ম্যাক মিনি আর ম্যাক প্রো, এই দুটি লাইনে মধ্যে নতুন শ্রেণি যোগ করবে ম্যাক স্টুডিও। মূলত, পেশাদার ক্রেতাদের প্রয়োজনের কথা মাথায় রেখে ডিভাইসটির নকশা করছে অ্যাপল।

অ্যাপল ‘ম্যাক স্টুডিও’ এবং ‘অ্যাপল স্টুডিও ডিসপ্লে’-কে একে অন্যের পরিপূরক পণ্য হিসেবে বাজারজাত করবে বলে ধারণা করছে ৯টু৫ম্যাক।

অ্যাপল “ছোট ম্যাক প্রো’ নিয়ে কাজ করছে, এমন খবর আগেই দিয়েছিলেন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের সংবাদকর্মী মার্ক গার্ম্যান। গার্ম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, ৪০ কোর-এর সিপিইউ এবং ১২৮ কোর-এর জিপিইউ থাকবে নতুন ম্যাকের সিলিকন চিপে।

৯টু৫ম্যাক বলছে, সম্ভবত ‘ম্যাক স্টুডিও’র কথাই বলেছিলেন গার্ম্যান। ম্যাক মিনি’র ইনটেল চিপ নির্ভর বিলাসবহুল সংস্করণটি বিকল্প হিসেবে বাজারে আসবে এই কম্পিউটারটি।

অ্যাপল ৮ মার্চের ‘পিক পারফর্মেন্স আয়োজনে এই কথিত ‘ম্যাক স্টুডিও’ উন্মোচন করবে কি না, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে, অ্যাপল ২০২২ সালের পুরোটা জুড়েই নিজস্ব সিলিকন চিপ নির্ভর কম্পিউটারের একাধিক নতুন কম্পিউটার উন্মোচন করতে যাচ্ছে সে বিষয়টি প্রায় নিশ্চিত।

৮ মার্চের ইভেন্টের পাশাপাশি জুন মাসের ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি)’তে অ্যাপল আরো কয়েকটি কম্পিউটার উন্মোচন করবে বলে দাবি করেছেন গার্ম্যান। ৯টু৫ম্যাক বলছে, ম্যাক স্টুডিও নিয়ে ‘পিক পারফর্মেন্স’-এ ঘোষণা না এলেও হয়তো বেশি দিন অপেক্ষা করতে হবে না অ্যাপল ভক্তদের।