ঢাকা ০৯:০০ অপরাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫

ম্যাক্সওয়েলের বদলি হিসেবে পিএসএল তারকা নিলো পাঞ্জাব কিংস

  • আপডেট সময় : ০৫:৩৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ক্রিকেট দুনিয়ায় এখন আর শুধু মাঠের পারফরম্যান্স নয়, ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টগুলোর দৌড়ঝাঁপও ভীষণ আলোচনার বিষয়। আর সেই আলোচনায় আবারও উঠে এলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সম্পর্ক। একবার নয়, একাধিকবার দেখা গেছে আইপিএল কর্তৃপক্ষ পিএসএলে খেলা ক্রিকেটারদের নিজেদের দলে নিয়ে নিচ্ছে। এবারও ব্যতিক্রম হলো না। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আঙুলের চোটে এবারের আইপিএল মৌসুম থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে নতুন খেলোয়াড় খুঁজতে গিয়ে পাঞ্জাব কিংস বেছে নিয়েছে ২৩ বছর বয়সী অলরাউন্ডার মিচেল ওয়েনকে।

এই অলরাউন্ডার বর্তমানে পাকিস্তানের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলছেন এবং চলতি আসরে এখন পর্যন্ত দলটির সাতটি ম্যাচেই একাদশে ছিলেন। ওয়েনকে নিয়ে আইপিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে ৩ কোটি টাকায় দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানায়, “মিচ ওয়েন ৩ কোটি টাকায় পাঞ্জাব কিংসে যোগ দিচ্ছেন।”
তবে প্রশ্ন উঠেছে—পিএসএল চলাকালীন কেন এবং কীভাবে ওয়েন আইপিএলের দলে যোগ দেবেন? জানা গেছে, পেশোয়ার জালমি যদি লিগ পর্ব শেষে প্লে-অফে উঠতে না পারে, তাহলে ৯ মে দলটির শেষ ম্যাচ খেলে ১১ মে ধর্মশালায় মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের আগেই পাঞ্জাবে যোগ দিতে পারবেন ওয়েন।

আর যদি পেশোয়ার প্লে-অফে পৌঁছায়, তাহলে ওয়েন অন্তত শুরুতে পাঞ্জাব কিংসের জন্য অনুপলব্ধ থাকবেন। এমন অবস্থায় ফ্র্যাঞ্চাইজিটির এই সিদ্ধান্তে অনেকেই বিস্মিত। কারণ, একজন প্লেয়ার যিনি এখনও একটি প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তাকে মাঝপথে দলে নেওয়া সামান্য বিতর্কও সৃষ্টি করেছে। তবে পাঞ্জাব কিংস কেন তাকে বেছে নিল, তার উত্তর পাওয়া যায় বিগ ব্যাশ লিগের পারফরম্যান্স দেখলে। চলতি বছরের বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেনসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন মিচেল ওয়েন। দলকে প্রথমবারের মতো শিরোপা জেতাতে তার অবদান ছিল অনন্য। বিগ ব্যাশ ফাইনালে তিনি মাত্র ৪২ বলে করেন ১০৮ রান! এই ইনিংসে তিনি হাঁকান ১০টি ছক্কা ও ৫টি চার, স্ট্রাইক রেট ছিল ২৫৭। তার এই বিধ্বংসী ইনিংসের ওপর ভিত্তি করে হোবার্ট হ্যারিকেনস ১৮৩ রানের লক্ষ্য মাত্র ১৪.১ ওভারে পেরিয়ে যায়। ওয়েন সেই ম্যাচে একাই ম্যাচ ঘুরিয়ে দেন।

মিচেল ওয়েন এখন পর্যন্ত ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং করেছেন ২৫.৮৪ গড়ে, রান সংগ্রহ করেছেন ৬৪৬। এর মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি। বোলিংয়েও কিছু অবদান আছে—নিয়েছেন ১০ উইকেট। এমন অলরাউন্ড পারফরমারকে দলে নেওয়া যে কৌশলগত সিদ্ধান্ত, তা বলাই যায়।

এই ঘটনা নতুন নয়। এর আগে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বোশ পেশোয়ার জালমি ছেড়ে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন। তবে তখন বিষয়টি ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোশকে এক বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করেছিল তারা। এবারও একই ধরনের সিদ্ধান্ত পিসিবি নেয় কিনা, সেটি সময়ই বলে দেবে। এই ঘটনাগুলো আবারও প্রমাণ করে দেয়—ক্রিকেট এখন শুধুই ব্যাট-বলের খেলা নয়, বরং পেছনে রয়েছে বিশাল বাণিজ্যিক দুনিয়া। খেলোয়াড় কেনা-বেচা, দলবদল, চুক্তি ইত্যাদি এখন বড় ক্রিকেটীয় কৌশলের অংশ। আর সেখানে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হলো আইপিএল।

পিএসএল যেমন স্থানীয় প্রতিভার পরিচর্যার জায়গা, তেমনি আইপিএল বিশ্বসেরা মঞ্চে নিজেকে তুলে ধরার প্ল্যাটফর্ম। দুই টুর্নামেন্টের মধ্যে এমন খেলোয়াড় ‘ট্রান্সফার’ হয়তো ভবিষ্যতে আরও বাড়বে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ম্যাক্সওয়েলের বদলি হিসেবে পিএসএল তারকা নিলো পাঞ্জাব কিংস

আপডেট সময় : ০৫:৩৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

ক্রীড়া ডেস্ক: ক্রিকেট দুনিয়ায় এখন আর শুধু মাঠের পারফরম্যান্স নয়, ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টগুলোর দৌড়ঝাঁপও ভীষণ আলোচনার বিষয়। আর সেই আলোচনায় আবারও উঠে এলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সম্পর্ক। একবার নয়, একাধিকবার দেখা গেছে আইপিএল কর্তৃপক্ষ পিএসএলে খেলা ক্রিকেটারদের নিজেদের দলে নিয়ে নিচ্ছে। এবারও ব্যতিক্রম হলো না। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আঙুলের চোটে এবারের আইপিএল মৌসুম থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে নতুন খেলোয়াড় খুঁজতে গিয়ে পাঞ্জাব কিংস বেছে নিয়েছে ২৩ বছর বয়সী অলরাউন্ডার মিচেল ওয়েনকে।

এই অলরাউন্ডার বর্তমানে পাকিস্তানের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলছেন এবং চলতি আসরে এখন পর্যন্ত দলটির সাতটি ম্যাচেই একাদশে ছিলেন। ওয়েনকে নিয়ে আইপিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে ৩ কোটি টাকায় দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানায়, “মিচ ওয়েন ৩ কোটি টাকায় পাঞ্জাব কিংসে যোগ দিচ্ছেন।”
তবে প্রশ্ন উঠেছে—পিএসএল চলাকালীন কেন এবং কীভাবে ওয়েন আইপিএলের দলে যোগ দেবেন? জানা গেছে, পেশোয়ার জালমি যদি লিগ পর্ব শেষে প্লে-অফে উঠতে না পারে, তাহলে ৯ মে দলটির শেষ ম্যাচ খেলে ১১ মে ধর্মশালায় মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের আগেই পাঞ্জাবে যোগ দিতে পারবেন ওয়েন।

আর যদি পেশোয়ার প্লে-অফে পৌঁছায়, তাহলে ওয়েন অন্তত শুরুতে পাঞ্জাব কিংসের জন্য অনুপলব্ধ থাকবেন। এমন অবস্থায় ফ্র্যাঞ্চাইজিটির এই সিদ্ধান্তে অনেকেই বিস্মিত। কারণ, একজন প্লেয়ার যিনি এখনও একটি প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তাকে মাঝপথে দলে নেওয়া সামান্য বিতর্কও সৃষ্টি করেছে। তবে পাঞ্জাব কিংস কেন তাকে বেছে নিল, তার উত্তর পাওয়া যায় বিগ ব্যাশ লিগের পারফরম্যান্স দেখলে। চলতি বছরের বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেনসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন মিচেল ওয়েন। দলকে প্রথমবারের মতো শিরোপা জেতাতে তার অবদান ছিল অনন্য। বিগ ব্যাশ ফাইনালে তিনি মাত্র ৪২ বলে করেন ১০৮ রান! এই ইনিংসে তিনি হাঁকান ১০টি ছক্কা ও ৫টি চার, স্ট্রাইক রেট ছিল ২৫৭। তার এই বিধ্বংসী ইনিংসের ওপর ভিত্তি করে হোবার্ট হ্যারিকেনস ১৮৩ রানের লক্ষ্য মাত্র ১৪.১ ওভারে পেরিয়ে যায়। ওয়েন সেই ম্যাচে একাই ম্যাচ ঘুরিয়ে দেন।

মিচেল ওয়েন এখন পর্যন্ত ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং করেছেন ২৫.৮৪ গড়ে, রান সংগ্রহ করেছেন ৬৪৬। এর মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি। বোলিংয়েও কিছু অবদান আছে—নিয়েছেন ১০ উইকেট। এমন অলরাউন্ড পারফরমারকে দলে নেওয়া যে কৌশলগত সিদ্ধান্ত, তা বলাই যায়।

এই ঘটনা নতুন নয়। এর আগে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বোশ পেশোয়ার জালমি ছেড়ে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন। তবে তখন বিষয়টি ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোশকে এক বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করেছিল তারা। এবারও একই ধরনের সিদ্ধান্ত পিসিবি নেয় কিনা, সেটি সময়ই বলে দেবে। এই ঘটনাগুলো আবারও প্রমাণ করে দেয়—ক্রিকেট এখন শুধুই ব্যাট-বলের খেলা নয়, বরং পেছনে রয়েছে বিশাল বাণিজ্যিক দুনিয়া। খেলোয়াড় কেনা-বেচা, দলবদল, চুক্তি ইত্যাদি এখন বড় ক্রিকেটীয় কৌশলের অংশ। আর সেখানে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হলো আইপিএল।

পিএসএল যেমন স্থানীয় প্রতিভার পরিচর্যার জায়গা, তেমনি আইপিএল বিশ্বসেরা মঞ্চে নিজেকে তুলে ধরার প্ল্যাটফর্ম। দুই টুর্নামেন্টের মধ্যে এমন খেলোয়াড় ‘ট্রান্সফার’ হয়তো ভবিষ্যতে আরও বাড়বে।