ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

ম্যাক্রোঁর জয়ের পর ফ্রান্সে পুলিশের গুলিতে নিহত ২

  • আপডেট সময় : ১২:০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
  • ১৩০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের গুলিতে দুইজন নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্যারিসের মধ্যাঞ্চলে রোববার (২৪ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। এদিকে, একই দিনে চূড়ান্ত পর্বের প্রেসিডেন্টের ভোটে জয়ী হয়েছেন এমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি গণমাধ্যমগুলো বলছে, পুলিশ একটি গাড়িকে ভুল পথে চালানোর কারণে রোধ করার চেষ্টা করছিল। এসময় এ ঘটনা ঘটে। ফ্রান্সের পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে। এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পরই রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে বিক্ষোভ হয় বলে জানা গেছে। বিক্ষোভকারীদের অধিকাংশই তরুণ। পরে পুলিশ বিক্ষোভকারীদের টিয়ার শেল ছোড়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় বিক্ষোভদের লাঠিপেটা করারও অভিযোগ উঠেছে। ফ্রান্সের নাগরিকরা রোববার (২৪ এপ্রিল) প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ধাপে তাদের ভোট প্রয়োগ করেন। প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী মেরি লে পেনকে হারিয়ে ২০ বছরের মধ্যে দ্বিতীয় বার জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ম্যাক্রোঁ। এমানুয়েল ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট, অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী মেরি লে পেন পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ ভোট।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ম্যাক্রোঁর জয়ের পর ফ্রান্সে পুলিশের গুলিতে নিহত ২

আপডেট সময় : ১২:০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের গুলিতে দুইজন নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্যারিসের মধ্যাঞ্চলে রোববার (২৪ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। এদিকে, একই দিনে চূড়ান্ত পর্বের প্রেসিডেন্টের ভোটে জয়ী হয়েছেন এমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি গণমাধ্যমগুলো বলছে, পুলিশ একটি গাড়িকে ভুল পথে চালানোর কারণে রোধ করার চেষ্টা করছিল। এসময় এ ঘটনা ঘটে। ফ্রান্সের পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে। এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পরই রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে বিক্ষোভ হয় বলে জানা গেছে। বিক্ষোভকারীদের অধিকাংশই তরুণ। পরে পুলিশ বিক্ষোভকারীদের টিয়ার শেল ছোড়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় বিক্ষোভদের লাঠিপেটা করারও অভিযোগ উঠেছে। ফ্রান্সের নাগরিকরা রোববার (২৪ এপ্রিল) প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ধাপে তাদের ভোট প্রয়োগ করেন। প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী মেরি লে পেনকে হারিয়ে ২০ বছরের মধ্যে দ্বিতীয় বার জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ম্যাক্রোঁ। এমানুয়েল ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট, অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী মেরি লে পেন পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ ভোট।