রিয়াল মাদ্রিদ ছাড়ছেন দলটি কোচ জিনেদিন জিদান। তিনি এরই মধ্যে শিষ্যদের জানিয়ে দিয়েছেন যে, মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন। বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা। লা লিগায় সেভিয়ার বিপক্ষে মাঠে নামার আগে গত ৮ মে অনুশীলনের সময় খেলোয়াড়দের ড্রেসিংরুমে ডেকে রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা জানান জিদান। এ নিয়ে দ্বিতীয়বারের মতো রিয়ালের কোচ থেকে সরে দাঁড়াচ্ছেন এই ফরাসী কিংবদন্তী। ২০১৮ সালে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর ঐতিহাসিক ক্লাবটি ছেড়েছিলেন তিনি। এর এক বছর পর জিদানকে আবার ফিরিয়ে আনে রিয়াল। স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ১১ ট্রফি জিতেছেন জিদান। এবার লা লিগা জিততে পারলে সেটি হবে ১২তম শিরোপা।