ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

মৌসুমে প্রথমবার হারের তেতো স্বাদ পেল বায়ার্ন

  • আপডেট সময় : ০৪:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: জার্মান বুন্দেসলিগায় চলতি ২০২৪-২০২৫ মৌসুমে হারতে প্রায় ভুলেই গিয়েছিল বায়ার্ন মিউনিখ। প্রথম ১৩ ম্যাচে ১০ জয় ৩ ড্র; কোনো হার নেই। বায়ার্নের অপরাজেয় যাত্রা থামলো এবার। প্রথমবার হারের তেতো স্বাদ পেয়েছে বেভারিয়ানরা। মাইনজের কাছে ভিনসেন্ট কোম্পানির দল হেরে গেছে ২-১ গোলে। গত সপ্তাহে অপরাজিত থাকার রেকর্ড করেছিলেন বায়ার্নের কোচ কোম্পানি। জার্মান বুন্দেসলিগার ইতিহাসে তৃতীয় কোচ হিসেবে মৌসুমের প্রথম ১৩ ম্যাচে অপরাজিত ছিলেন তিনি। রেকর্ড গড়ার পরের ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখলেন বেলজিয়ামের এই কোচ। শনিবার মেওয়া অ্যারেনায় বায়ার্নকে একাই ডুবিয়েছেন মাইনজের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড লি জে সাং। স্বাগতিক মাইনজের হয়ে দুটি গোলই করেছেন তিনি। সাং প্রথম গোল করেন প্রথমার্ধের মূল সময় শেষ হওয়ার ৪ মিনিট আগে। ৪১ মিনিটের গোলে ১-০ তে এগিয়ে যায় মাইনজ। ম্যাচের বয়স যখন এক ঘণ্টা তখন নিজের দ্বিতীয় গোল করেন সাং। এতে ব্যবধান দ্বিগুণ করে মাইনজ। বায়ার্ন এক গোল শোধ করে ম্যাচের শেষ সময়ে, ৮৭ মিনিটে। গোল করেন লিরয় সানে। এতে ব্যবধান দাঁড়ায় ২-১। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১৪তম ম্যাচ খেলতে নেমে ষষ্ঠ জয় পায় মাইনজ। শনিবার বায়ার্নকে মনে হয়েছে নখদন্তহীন বাঘের মতো। খেলায় ছিল না কোনো ধার। এমনটি গোল করার তেমন উৎসাহ-উদ্দীপনাও দেখা যায়নি বায়ার্নের খেলোয়াড়দের মধ্যে। একপ্রকার নিস্তেজ হয়েই খেলছিলেন চোটজর্জর বায়ার্ন। এমনকি লিরয় সানে গোল করার পর ব্যবধান কমে আসলেও সমতায় ফেরার তোড়জোড় দেখায়নি বেভারিয়ানরা। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বায়ার্ন। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বায়ার লেভারকুসেন। এক সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান দখল করেছে মাইনজ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মৌসুমে প্রথমবার হারের তেতো স্বাদ পেল বায়ার্ন

আপডেট সময় : ০৪:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: জার্মান বুন্দেসলিগায় চলতি ২০২৪-২০২৫ মৌসুমে হারতে প্রায় ভুলেই গিয়েছিল বায়ার্ন মিউনিখ। প্রথম ১৩ ম্যাচে ১০ জয় ৩ ড্র; কোনো হার নেই। বায়ার্নের অপরাজেয় যাত্রা থামলো এবার। প্রথমবার হারের তেতো স্বাদ পেয়েছে বেভারিয়ানরা। মাইনজের কাছে ভিনসেন্ট কোম্পানির দল হেরে গেছে ২-১ গোলে। গত সপ্তাহে অপরাজিত থাকার রেকর্ড করেছিলেন বায়ার্নের কোচ কোম্পানি। জার্মান বুন্দেসলিগার ইতিহাসে তৃতীয় কোচ হিসেবে মৌসুমের প্রথম ১৩ ম্যাচে অপরাজিত ছিলেন তিনি। রেকর্ড গড়ার পরের ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখলেন বেলজিয়ামের এই কোচ। শনিবার মেওয়া অ্যারেনায় বায়ার্নকে একাই ডুবিয়েছেন মাইনজের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড লি জে সাং। স্বাগতিক মাইনজের হয়ে দুটি গোলই করেছেন তিনি। সাং প্রথম গোল করেন প্রথমার্ধের মূল সময় শেষ হওয়ার ৪ মিনিট আগে। ৪১ মিনিটের গোলে ১-০ তে এগিয়ে যায় মাইনজ। ম্যাচের বয়স যখন এক ঘণ্টা তখন নিজের দ্বিতীয় গোল করেন সাং। এতে ব্যবধান দ্বিগুণ করে মাইনজ। বায়ার্ন এক গোল শোধ করে ম্যাচের শেষ সময়ে, ৮৭ মিনিটে। গোল করেন লিরয় সানে। এতে ব্যবধান দাঁড়ায় ২-১। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১৪তম ম্যাচ খেলতে নেমে ষষ্ঠ জয় পায় মাইনজ। শনিবার বায়ার্নকে মনে হয়েছে নখদন্তহীন বাঘের মতো। খেলায় ছিল না কোনো ধার। এমনটি গোল করার তেমন উৎসাহ-উদ্দীপনাও দেখা যায়নি বায়ার্নের খেলোয়াড়দের মধ্যে। একপ্রকার নিস্তেজ হয়েই খেলছিলেন চোটজর্জর বায়ার্ন। এমনকি লিরয় সানে গোল করার পর ব্যবধান কমে আসলেও সমতায় ফেরার তোড়জোড় দেখায়নি বেভারিয়ানরা। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বায়ার্ন। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বায়ার লেভারকুসেন। এক সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান দখল করেছে মাইনজ।