ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

মৌসুমের সবচেয়ে বাজে পারফরম্যান্সে ক্ষুব্ধ বার্সা কোচ

  • আপডেট সময় : ০৯:৩২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক ; ইউরোপা লিগ থেকে ছিটকে যাওয়ার পর এবার লা লিগায়ও ছন্দপতন। লিগে উড়তে থাকা বার্সেলোনা হোঁচট খেল নিচু সারির দল আলমেরিয়ার কাছে হেরে। দলের এমন পরাজয় মেনে নিতে পারছেন না শাভি এর্নান্দেস। বার্সেলোনা কোচের মতে, গুরুত্বপূর্ণ সময়ে মৌসুমের সবচেয়ে জঘন্য ম্যাচটি খেলেছে তার দল। লা লিগার ম্যাচে রোববার আলমেরিয়ার মাঠে ১-০ গোলে হেরে যায় বার্সেলোনা। প্রথমার্ধেই গোল হজম করে পিছিয়ে পড়ে বার্সেলোনা। চলতি মৌসুমে তাদের জালে এটি মাত্র অষ্টম গোল। তবে সেই গোলই গড়ে দেয় ব্যবধান। দ্বিতীয়ার্ধে পাঁচটি পরিবর্তন এনেও ফল পাননি শাভি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার পর কদিন আগে ইউরোপা লিগের প্লে অফে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে বাদ পড়ে যায় বার্সেলোনা। সেই ধাক্কা সামাল দেওয়ার বদলে উল্টো লিগেও হেরে গেল তারা।
ম্যাচ শেষে দলকে সরাসরিই কাঠগড়ায় তুললেন বার্সেলোনা কোচ।
“মৌসুমের সবচেয়ে বাজে পারফরম্যান্স ছিল। রক্ষণ ও আক্রমণ, দুই জায়গাতেই যেমন বাজে ছিল, তেমনি গুছিয়ে ওঠা ও তাড়নার দিক থেকেও। কোনো কিছুই ঠিক হয়নি। মনে হচ্ছিল, আমরা ম্যাচেই ছিলাম না। খুব কঠিন ম্যাচ ছিল। কোনো অজুহাত দেওয়া চলে না। দায় আমাদেরই নিতে হবে। আমি খুবই বিরক্ত।”

আগের দিন মাদ্রিদ ডার্বিতে রিয়াল ও আতলেতিকোর ড্রয়ের পর বার্সেলোনার সামনে সুযোগ ছিল পয়েন্ট তালিকার শীর্ষে ব্যবধান ১০ পয়েন্টে নিয়ে যাওয়ার। কিন্তু ম্যাচটি হেরে রিয়ালের সঙ্গে ব্যবধান রয়ে গেল ৭ পয়েন্টেই। এখনও ব্যবধান যথেষ্টই বড়। কিন্তু তা বাড়ানোর সুযোগ হাতছাড়া করায় হতাশ শাভি। “আমি বিরক্ত, কারণ এই সময়ে এসে মৌসুমের সবচেয়ে জঘন্য ম্যাচটি খেলেছি। বিশেষ করে প্রথমার্ধে। আমরা মোটেও ভালো ছিলাম না। আমাদের জন্য সুবর্ণ সুযোগ ছিল এটি, কিন্তু খুব বাজেভাবে শেষ হয়েছে।”
“আমি ক্ষুব্ধ কারণ, রিয়ালের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু আমরা তা নিতে পারিনি।”
বার্সেলোনা কোচ বেশি হতাশ দলের খেলার ধরনে। অনেকটা এগিয়ে থেকে শীর্ষে থাকা মানেই যে শিরোপার নিশ্চয়তা নয়, দলকে তা মনে করিয়ে দিয়েছেন তিনি। “ম্যাচ ভালো-মন্দ হতেই পারে। হোঁচট খাওয়াও অস্বাভাবিক নয়। তবে প্রথমার্ধে আমরা যথেষ্ট তাড়না দেখাইনি, প্রাণশক্তি ছিল না। আমরা হোঁচট খেয়েছি, সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করতে হবে। ক্লান্তির ব্যাপার থাকতে পারে, এজন্যই এত পরিবর্তন করেছি। তার পরও, কোচ হিসেবে বড় দায় আমারই।” “সৌভাগ্যবশ্যত অনেকটা এগিয়ে আছি আমরা। তবে সবসময়ই বলে আসছি, লিগ জেতা খুবই কঠিন। লিগ জিততে হলে আমাদের আবেগ, তাড়না ও উদ্যম নিয়ে খেলতে হবে। তিন বছর ধরে আমরা পারছি না। আরও অনেক পরিশ্রম করতে হবে। লিগ শিরোপা সহজে ধরা দেবে না। রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়ছি আমরা, যারা লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মৌসুমের সবচেয়ে বাজে পারফরম্যান্সে ক্ষুব্ধ বার্সা কোচ

আপডেট সময় : ০৯:৩২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩

ক্রীড়া ডেস্ক ; ইউরোপা লিগ থেকে ছিটকে যাওয়ার পর এবার লা লিগায়ও ছন্দপতন। লিগে উড়তে থাকা বার্সেলোনা হোঁচট খেল নিচু সারির দল আলমেরিয়ার কাছে হেরে। দলের এমন পরাজয় মেনে নিতে পারছেন না শাভি এর্নান্দেস। বার্সেলোনা কোচের মতে, গুরুত্বপূর্ণ সময়ে মৌসুমের সবচেয়ে জঘন্য ম্যাচটি খেলেছে তার দল। লা লিগার ম্যাচে রোববার আলমেরিয়ার মাঠে ১-০ গোলে হেরে যায় বার্সেলোনা। প্রথমার্ধেই গোল হজম করে পিছিয়ে পড়ে বার্সেলোনা। চলতি মৌসুমে তাদের জালে এটি মাত্র অষ্টম গোল। তবে সেই গোলই গড়ে দেয় ব্যবধান। দ্বিতীয়ার্ধে পাঁচটি পরিবর্তন এনেও ফল পাননি শাভি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার পর কদিন আগে ইউরোপা লিগের প্লে অফে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে বাদ পড়ে যায় বার্সেলোনা। সেই ধাক্কা সামাল দেওয়ার বদলে উল্টো লিগেও হেরে গেল তারা।
ম্যাচ শেষে দলকে সরাসরিই কাঠগড়ায় তুললেন বার্সেলোনা কোচ।
“মৌসুমের সবচেয়ে বাজে পারফরম্যান্স ছিল। রক্ষণ ও আক্রমণ, দুই জায়গাতেই যেমন বাজে ছিল, তেমনি গুছিয়ে ওঠা ও তাড়নার দিক থেকেও। কোনো কিছুই ঠিক হয়নি। মনে হচ্ছিল, আমরা ম্যাচেই ছিলাম না। খুব কঠিন ম্যাচ ছিল। কোনো অজুহাত দেওয়া চলে না। দায় আমাদেরই নিতে হবে। আমি খুবই বিরক্ত।”

আগের দিন মাদ্রিদ ডার্বিতে রিয়াল ও আতলেতিকোর ড্রয়ের পর বার্সেলোনার সামনে সুযোগ ছিল পয়েন্ট তালিকার শীর্ষে ব্যবধান ১০ পয়েন্টে নিয়ে যাওয়ার। কিন্তু ম্যাচটি হেরে রিয়ালের সঙ্গে ব্যবধান রয়ে গেল ৭ পয়েন্টেই। এখনও ব্যবধান যথেষ্টই বড়। কিন্তু তা বাড়ানোর সুযোগ হাতছাড়া করায় হতাশ শাভি। “আমি বিরক্ত, কারণ এই সময়ে এসে মৌসুমের সবচেয়ে জঘন্য ম্যাচটি খেলেছি। বিশেষ করে প্রথমার্ধে। আমরা মোটেও ভালো ছিলাম না। আমাদের জন্য সুবর্ণ সুযোগ ছিল এটি, কিন্তু খুব বাজেভাবে শেষ হয়েছে।”
“আমি ক্ষুব্ধ কারণ, রিয়ালের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু আমরা তা নিতে পারিনি।”
বার্সেলোনা কোচ বেশি হতাশ দলের খেলার ধরনে। অনেকটা এগিয়ে থেকে শীর্ষে থাকা মানেই যে শিরোপার নিশ্চয়তা নয়, দলকে তা মনে করিয়ে দিয়েছেন তিনি। “ম্যাচ ভালো-মন্দ হতেই পারে। হোঁচট খাওয়াও অস্বাভাবিক নয়। তবে প্রথমার্ধে আমরা যথেষ্ট তাড়না দেখাইনি, প্রাণশক্তি ছিল না। আমরা হোঁচট খেয়েছি, সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করতে হবে। ক্লান্তির ব্যাপার থাকতে পারে, এজন্যই এত পরিবর্তন করেছি। তার পরও, কোচ হিসেবে বড় দায় আমারই।” “সৌভাগ্যবশ্যত অনেকটা এগিয়ে আছি আমরা। তবে সবসময়ই বলে আসছি, লিগ জেতা খুবই কঠিন। লিগ জিততে হলে আমাদের আবেগ, তাড়না ও উদ্যম নিয়ে খেলতে হবে। তিন বছর ধরে আমরা পারছি না। আরও অনেক পরিশ্রম করতে হবে। লিগ শিরোপা সহজে ধরা দেবে না। রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়ছি আমরা, যারা লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন।”