ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

মৌলিক সংস্কারের ভিত্তিতে না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি

  • আপডেট সময় : ০৯:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

মঙ্গলবার গণমাধ্যমকে ব্রিফ করেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, মৌলিক সংস্কারের ভিত্তিতে না হলে জুলাই সনদে আমরা স্বাক্ষর করবো না। এর আইনি ভিত্তি দিতে হবে। যেন পরবর্তী সরকার এর মূল চেতনা থেকে বিচ্যুত না হতে পারে। আর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে অধিকাংশ দল একমত। আর বিএনপিসহ কয়েকটি দল দ্বিমত জানিয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২১তম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আখতার বলেন, জুলাই সনদ দুই বছরের মধ্যে বাস্তবায়নের ব্যাপারে খসড়ায় যা বলা হয়েছে, এর সাথে তার দল দ্বিমত বলে জানিয়েছে। কারণ, এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। আমরা বিষয়টি নিয়ে আরো বিচার-বিশ্লেষণ করছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আখতার আরো বলেন, প্রথমত পাঁচ জনের বাছাই কমিটির কথা বলা হয়েছে। যেখানে থাকবেন প্রধানমন্ত্রী, প্রধান বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার ও অন্যান্য বিরোধী দল থেকে একজন। তারাও সিদ্ধান্তে না আসতে পারলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আরো দুই জনকে যুক্ত করে ৭ সদস্যের কমিটি হবে। তবে দুই বিচারপতি প্রস্তাব দিতে পারবেন না। ভোট দিতে পারবেন। তাতেও সিদ্ধান্ত না হলে র‌্যাংকিং পদ্ধতি অনুসরণ করে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকে বাছাই করা হবে। অনেকেই এতে একমত। কিন্তু বিএনপি তাতে রাজি নয়। তারা চায় সর্বশেষ অপশন হিসেবে সংসদে সমাধান করতে হবে। আমরা এ বিষয়টি পুনর্বিবেচনা করতে বিএনপিকে আহ্বান জানাই।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মৌলিক সংস্কারের ভিত্তিতে না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি

আপডেট সময় : ০৯:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, মৌলিক সংস্কারের ভিত্তিতে না হলে জুলাই সনদে আমরা স্বাক্ষর করবো না। এর আইনি ভিত্তি দিতে হবে। যেন পরবর্তী সরকার এর মূল চেতনা থেকে বিচ্যুত না হতে পারে। আর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে অধিকাংশ দল একমত। আর বিএনপিসহ কয়েকটি দল দ্বিমত জানিয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২১তম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আখতার বলেন, জুলাই সনদ দুই বছরের মধ্যে বাস্তবায়নের ব্যাপারে খসড়ায় যা বলা হয়েছে, এর সাথে তার দল দ্বিমত বলে জানিয়েছে। কারণ, এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। আমরা বিষয়টি নিয়ে আরো বিচার-বিশ্লেষণ করছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আখতার আরো বলেন, প্রথমত পাঁচ জনের বাছাই কমিটির কথা বলা হয়েছে। যেখানে থাকবেন প্রধানমন্ত্রী, প্রধান বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার ও অন্যান্য বিরোধী দল থেকে একজন। তারাও সিদ্ধান্তে না আসতে পারলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আরো দুই জনকে যুক্ত করে ৭ সদস্যের কমিটি হবে। তবে দুই বিচারপতি প্রস্তাব দিতে পারবেন না। ভোট দিতে পারবেন। তাতেও সিদ্ধান্ত না হলে র‌্যাংকিং পদ্ধতি অনুসরণ করে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকে বাছাই করা হবে। অনেকেই এতে একমত। কিন্তু বিএনপি তাতে রাজি নয়। তারা চায় সর্বশেষ অপশন হিসেবে সংসদে সমাধান করতে হবে। আমরা এ বিষয়টি পুনর্বিবেচনা করতে বিএনপিকে আহ্বান জানাই।