নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রমনা থানার মৌচাক ফ্লাইওভারে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থীসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হন।
নিহতরা হলেন– মোটরসাইকেল আরোহী ইয়াসিন আরাফাত আশিক (২১) এবং সিএনজি অটোরিকশার চালক নয়ন তালুকদার (৭০)।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরের দিকে দুর্ঘটনার পর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সকাল ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান , দু’জনই মারা গেছেন।
এ বিষয়ে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার জানান, ভোরে মৌচাক ফ্লাইওভারে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দু’জন নিহত হন এবং একজন আহত হন। নিহতদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত মোটরসাইকেল আরোহী স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ইয়াসিন আরাফাত আশিকের ফুপা জাহাঙ্গীর আলম জানান, বুধবার রাতে ইয়াসিন তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। পরে তারা সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার খবর পান। হাসপাতালে গিয়ে ইয়াসিনকে মৃত অবস্থায় পেয়েছেন।
ইয়াসিন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর মুগদা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার বাবার নাম জহিরুল ইসলাম।
নয়ন তালুকদারের ছেলে বাবুল তালুকদার জানান, ভোরে তার বাবা সিএনজি নিয়ে বের হয়েছিলেন। পরে হাসপাতাল থেকে ফোন পেয়ে জানতে পারেন, তার বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
নয়ন তালুকদারের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মগড়া গ্রামে। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পরিবারসহ বসবাস করতেন।
এসি/আপ্র/০১/০১/২০২৬
















