নিজস্ব প্রতিবেদক: খোন্দকা আশরাফ আহমেদের শাশুড়ির মৃত্যুতে গত শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি গরিব-দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
আশরাফ আহমেদের শাশুড়ি হাসিনা বেগম গত ১৮ এপ্রিল বার্ধক্যজনিত কারণে মারা যান। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সৎ ধর্মপ্রাণ মানুষ ছিলেন।
মৃত হাসিনা বেগম দোয়া মাহফিলে মোহাম্মদপুর ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদসহ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান শিক্ষক খান সিদ্দিক আহমদের আত্মার মাগফিরাতসহ বেহেশত নসিবের জন্য দোয়া করা করা হয়।
মৃত হাসিনা বেগমের আত্মার মাগফিরাতসহ বেহেশত নসিবের জন্য দোয়া পরিচালনা করেন কারি মাসুম বিল্লাহ। এ সময় মোহাম্মদপুর ক্লার সভাপতি মুতাসিম ফেরদৌস, প্রতিষ্ঠাতা সদস্য শেখ আলাউদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন, সাংঠনিক সম্পাদক হুমায়ুন কবির, নির্বাহী সদস্য ফিরোজন আবেদিন, সদস্য ইসরাত আলি, মশিউর রহমান মিল্টন প্রমুখ উপস্থিত ছিলেন।