ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

মোহাম্মদপুর-আদাবরে ১০ ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেট সময় : ০৭:৫২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

বিশেষ অভিযানে রাজধানীর মোহাম্মাদপুর ও আদাবর এলাকা থেকে ১০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: চলমান ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে রাজধানীর মোহাম্মাদপুর ও আদাবর এলাকা থেকে ১০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ২টি সামুরা, ১টি চাপাতি, ৩টি চাকু ও ৪টি ফোল্ডিং চাকু জব্দ করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে সংঘবদ্ধ ছিনতাইকারী রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে অস্ত্রসহ প্রস্তুতি নিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে র‌্যাবের একাধিক দল অভিযান চালিয়ে আদাবর থানার দস্যুতা মামলার প্রধান আসামি মো. মেহেদী ওরফে ছিনতাইকারী মেহেদীসহ ১০ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত অন্য ছিনতাইকারীরা হলেন- মো. মাইনুদ্দিন (২২), মো. শরীফ ওরফে মোহন (৩০), মইন আলী (২০), অপরাজিত আহমেদ অমিত (২২), মো. মাসুম (৩৪), চনু মিয়া (২৮), মো. শাহিন (২৭), ইব্রাহিম খলিল (২২) এবং আকাশ (১৯)।

মেহেদী ওরফে ছিনতাইকারী মেহেদী (২৮) জিজ্ঞাসাবাদে জানায়, সে সোহেল ওরফে মাউরা সোহেলের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় একাধিক দস্যুতা মামলা রয়েছে। মেহেদী চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

এছাড়া গ্রেফতার অন্যান্য ছিনতাইকারীরাও রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদেরকে দেশীয় অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে নগদ টাকা-পয়সা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মোহাম্মদপুর-আদাবরে ১০ ছিনতাইকারী গ্রেফতার

আপডেট সময় : ০৭:৫২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: চলমান ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে রাজধানীর মোহাম্মাদপুর ও আদাবর এলাকা থেকে ১০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ২টি সামুরা, ১টি চাপাতি, ৩টি চাকু ও ৪টি ফোল্ডিং চাকু জব্দ করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে সংঘবদ্ধ ছিনতাইকারী রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে অস্ত্রসহ প্রস্তুতি নিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে র‌্যাবের একাধিক দল অভিযান চালিয়ে আদাবর থানার দস্যুতা মামলার প্রধান আসামি মো. মেহেদী ওরফে ছিনতাইকারী মেহেদীসহ ১০ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত অন্য ছিনতাইকারীরা হলেন- মো. মাইনুদ্দিন (২২), মো. শরীফ ওরফে মোহন (৩০), মইন আলী (২০), অপরাজিত আহমেদ অমিত (২২), মো. মাসুম (৩৪), চনু মিয়া (২৮), মো. শাহিন (২৭), ইব্রাহিম খলিল (২২) এবং আকাশ (১৯)।

মেহেদী ওরফে ছিনতাইকারী মেহেদী (২৮) জিজ্ঞাসাবাদে জানায়, সে সোহেল ওরফে মাউরা সোহেলের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় একাধিক দস্যুতা মামলা রয়েছে। মেহেদী চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

এছাড়া গ্রেফতার অন্যান্য ছিনতাইকারীরাও রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদেরকে দেশীয় অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে নগদ টাকা-পয়সা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।