নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। তারা হলেন, মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে রেসিডেনসিয়াল কলেজের উল্টা পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, আমরা দুটি লাশ একসঙ্গে পেয়েছি। ঘটনাস্থলে আমরা কাজ করছি। ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
মোহাম্মদপুর থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, লায়লার স্বামী আজিজুর রহমান উত্তরার একটি স্কুলের শিক্ষক। সকালে তিনি বাইরে গিয়েছিলেন। সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে স্ত্রী-কন্যার লাশ দেখতে পান বলে পুলিশকে ফোনে জানান। তার দেওয়া খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে এসেছি।
এসি/আপ্র/০৮/১২/২০২৫



















