ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

মোহাম্মদপুরে কুপিয়ে তরুণ হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার ৩

  • আপডেট সময় : ০৭:৩০:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় চাঞ্চল্যকর মো. শাহাদাৎ হত্যা মামলার প্রধান আসামি মো. রাসেল ওরফে ব্যাঁকা রাসেল (২৬) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। দুই সহযোগী হলেন মো. শাওন (২৭) ও মো. সাজ্জাদ (২০)। তাদের আদাবর থানা এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-২।
রোববার (৬ অক্টোবর) র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এসব তথ্য জানান। তিনি বলেন, গত ১৭ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানা এলাকায় রাসেল ওরফে ব্যাঁকা রাসেল, মো. শাওন ও মো. সাজ্জাদসহ অন্যসহযোগীরা সংঘবদ্ধ হয়ে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে মো. শাহাদাৎকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এসময় স্থানীয়রা ছুটে এলে আসামিরা সেখান থেকে পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় আহত শাহাদাৎকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এএসপি শিহাব করিম বলেন, পরবর্তীতে নিহতের বাবা বাদী হয়ে ৮ জন আসামির নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি বলেন, এ মামলায় জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে আদাবর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মোহাম্মদপুরে কুপিয়ে তরুণ হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০৭:৩০:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক :রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় চাঞ্চল্যকর মো. শাহাদাৎ হত্যা মামলার প্রধান আসামি মো. রাসেল ওরফে ব্যাঁকা রাসেল (২৬) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। দুই সহযোগী হলেন মো. শাওন (২৭) ও মো. সাজ্জাদ (২০)। তাদের আদাবর থানা এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-২।
রোববার (৬ অক্টোবর) র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এসব তথ্য জানান। তিনি বলেন, গত ১৭ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানা এলাকায় রাসেল ওরফে ব্যাঁকা রাসেল, মো. শাওন ও মো. সাজ্জাদসহ অন্যসহযোগীরা সংঘবদ্ধ হয়ে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে মো. শাহাদাৎকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এসময় স্থানীয়রা ছুটে এলে আসামিরা সেখান থেকে পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় আহত শাহাদাৎকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এএসপি শিহাব করিম বলেন, পরবর্তীতে নিহতের বাবা বাদী হয়ে ৮ জন আসামির নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি বলেন, এ মামলায় জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে আদাবর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।