ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫

মোহাম্মদপুরে এক মাসের ব্যবধানে একই ব্যবসায়ীর বাসায় ফের গুলি

  • আপডেট সময় : ০৭:৫৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে এক মাসের ব্যবধানে একই ব্যবসায়ীর বাসায় ঢুকে আবারও গুলি চালানোর ঘটনা ঘটেছে।

গত সোমবার (২৮ এপ্রিল) দুপুরে মোহাম্মদপুর টাউন হলসংলগ্ন শেরশাহ শূরী রোডে ব্যবসায়ী মনির হোসেনের বাসার গ্যারেজে ঢুকে গুলি চালায় মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ বলছে, ঘটনার দিন দুপুর ২টার দিকে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির মধ্যে পেছনে বসা একজন নেমে বাড়ির গ্যারেজে ঢুকে গুলি চালায়। এরপর একই মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান বলেন, এক মাস আগে গত ২৪ মার্চ শেরশাহ সূরী রোডের মনির হোসেন নামে এক ব্যবসায়ীর বাসার নিচতলায় দুই সন্ত্রাসী ঢুকে গুলি করে পালিয়ে যায়। একই বাসার গেটের সামনে সোমবার মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা আবার ফাঁকা গুলি করে চলে যায়।

এসি মেহেদী হাসান বলেন, আগের ঘটনার সঙ্গে এর কোনো মিল আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগের ঘটনায় করা মামলায় একজনকে গ্রেফতারের পাশাপাশি সন্ত্রাসীদের মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।
এদিকে, এক মাস আগের ঘটনার সময় বাসায় না থাকলেও এবার বাসার নিচতলায় ছিলেন বলে জানান মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং লিমিটেডের চেয়ারম্যান মনির হোসেন। তিনি বলেন, সন্ত্রাসীরা এবার আমার কাছে কিছুই দাবি করেনি। তারা এসে এক রাউন্ড গুলি করে চলে যায়। আমাদের মতো ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতায় ভোগার বিষয়টি হতাশাজনক।
সোমবারের ঘটনার ফুটেজে দেখা যায়, ওই বাসার এক ব্যক্তি গেট খুলে দেওয়ার পর একজন একটি বাইসাইকেল নিয়ে গ্যারেজে ঢোকেন। ওই ব্যক্তি গেট লাগিয়ে দেওয়ার মুহূর্তে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি গেটের সামনে এসে দাঁড়ান। এরপর মোটরসাইকেলে চালকের পেছনে বসা হেলমেট পরা ব্যক্তিটি নেমে ভেতরে ঢোকার সময় কোমর থেকে অস্ত্র বের করেন এবং ভেতরে দুই পা রেখে গুলি চালান। তখন গেট খুলে দেওয়া ব্যক্তি আত্মরক্ষায় দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়েন।

 

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মোহাম্মদপুরে এক মাসের ব্যবধানে একই ব্যবসায়ীর বাসায় ফের গুলি

আপডেট সময় : ০৭:৫৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে এক মাসের ব্যবধানে একই ব্যবসায়ীর বাসায় ঢুকে আবারও গুলি চালানোর ঘটনা ঘটেছে।

গত সোমবার (২৮ এপ্রিল) দুপুরে মোহাম্মদপুর টাউন হলসংলগ্ন শেরশাহ শূরী রোডে ব্যবসায়ী মনির হোসেনের বাসার গ্যারেজে ঢুকে গুলি চালায় মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ বলছে, ঘটনার দিন দুপুর ২টার দিকে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির মধ্যে পেছনে বসা একজন নেমে বাড়ির গ্যারেজে ঢুকে গুলি চালায়। এরপর একই মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান বলেন, এক মাস আগে গত ২৪ মার্চ শেরশাহ সূরী রোডের মনির হোসেন নামে এক ব্যবসায়ীর বাসার নিচতলায় দুই সন্ত্রাসী ঢুকে গুলি করে পালিয়ে যায়। একই বাসার গেটের সামনে সোমবার মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা আবার ফাঁকা গুলি করে চলে যায়।

এসি মেহেদী হাসান বলেন, আগের ঘটনার সঙ্গে এর কোনো মিল আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগের ঘটনায় করা মামলায় একজনকে গ্রেফতারের পাশাপাশি সন্ত্রাসীদের মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।
এদিকে, এক মাস আগের ঘটনার সময় বাসায় না থাকলেও এবার বাসার নিচতলায় ছিলেন বলে জানান মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং লিমিটেডের চেয়ারম্যান মনির হোসেন। তিনি বলেন, সন্ত্রাসীরা এবার আমার কাছে কিছুই দাবি করেনি। তারা এসে এক রাউন্ড গুলি করে চলে যায়। আমাদের মতো ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতায় ভোগার বিষয়টি হতাশাজনক।
সোমবারের ঘটনার ফুটেজে দেখা যায়, ওই বাসার এক ব্যক্তি গেট খুলে দেওয়ার পর একজন একটি বাইসাইকেল নিয়ে গ্যারেজে ঢোকেন। ওই ব্যক্তি গেট লাগিয়ে দেওয়ার মুহূর্তে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি গেটের সামনে এসে দাঁড়ান। এরপর মোটরসাইকেলে চালকের পেছনে বসা হেলমেট পরা ব্যক্তিটি নেমে ভেতরে ঢোকার সময় কোমর থেকে অস্ত্র বের করেন এবং ভেতরে দুই পা রেখে গুলি চালান। তখন গেট খুলে দেওয়া ব্যক্তি আত্মরক্ষায় দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়েন।