ক্রীড়া ডেস্ক: গত মৌসুমে মোহামেডানকে শিরোপা জেতানো সুলেমানে দিয়াবাতে আগেই আবাহনীতে যোগ দিয়েছেন। তার সঙ্গে গত দুই মৌসুম ধরে একই ক্লাবে খেলা আরেক বিদেশি তারকা এমানুয়েল সানডেও নতুন ঠিকানা খুঁজে নিলেন। নাইজেরিয়ান ফরোয়ার্ড এএফসি চ্যালেঞ্জ লিগ সামনে রেখে যোগ দিচ্ছেন বসুন্ধরা কিংসে।
২৩ বছর পর মোহামেডান শিরোপা জেতার পর দিয়াবাতে ও সানডেকে ধরে রাখেনি। সবশেষ নাইজেরিয়ান ফরোয়ার্ডকে দলে টানলো কিংস।
অবশ্য নতুন মৌসুমের জন্য কোচ এখনো নিয়োগ দেয়নি কিংস। ব্রাজিল ও স্পেনের দুই কোচ এই দৌড়ে এগিয়ে আছেন। আপাতত কোচ ছাড়াই চ্যালেঞ্জ লিগের অনুশীলন শুরু করছে তারা।
আগামী ১২ আগস্ট দোহায় সিরিয়ার আল কারামাহর বিপক্ষে কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ।
কিংস থেকে ইতোমধ্যে চলে গেছেন শেখ মোরসালিন, রাব্বি হোসেন রাহুল, রফিকুল ইসলাম ও টুটুল হোসেন বাদশা।
ডি ভিলিয়ার্সের ৪১ বছর বয়সে ৪১ বলে সেঞ্চুরি
ক্রীড়া ডেস্ক: বয়স চল্লিশ পেরিয়ে ৪১ বছর। এই বয়সেও ব্যাট হাতে রীতিমতো ঝড় তুললেন এবি ডি ভিলিয়ার্স। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে ইংল্যান্ড চ্যাম্পিয়নসের বিপক্ষে করেছেন ৪১ বলে ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়েছেন সাবেক এই প্রোটয়া ব্যাটার।
ইংল্যান্ডের দেওয়া ১৫৩ রানের লক্ষ্য ৪৬ বল আর ১০ উইকেট হাতে রেখে তাড়া করেছে দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস। ৫১ বলে ১১৬ রানে অপরাজিত থাকেন ডি ভিলিয়ার্স। অন্যদিকে ২৫ বলে অপরাজিত ২৯ রানে অপরাজিত থাকেন হাশিম আমলা।
ইংলিশ বোলারদের বেধড়ক পিটিয়ে ২১ বলে ফিফটি তুলে নেন ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া ডি ভিলিয়ার্স। ৪১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৫১ বলের ইনিংসে ১৫টি চার ও ৭টি ছক্কা মেরেছেন এই প্রোটিয়া ব্যাটার।
ইংল্যান্ড চ্যাম্পিয়নসের মুখোমুখি হওয়ার আগে ভারত চ্যাম্পিয়নসের বিপক্ষে ম্যাচেও ঝড় তুলেছিলেন ডি ভিলিয়ার্স। সেদিন করেছিলেন ৩০ বলে অপরাজিত ৬১ রান। ছক্কা মারেন ৩টি, চার ৪টি। ভারত চ্যাম্পিয়নসের বিপক্ষে সে ম্যাচে দক্ষিণ আফ্রিকা জেতে ৮৮ রানে।
ইংল্যান্ডের বিপক্ষে জয়ে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস। তাদের সংগ্রহ এখন ৬ পয়েন্ট। আজ একই ভেন্যুতে তারা মুখোমুখি হবে পাকিস্তান চ্যাম্পিয়নসের।
আজকের প্রত্যাশা/কেএমএএ