ক্রীড়া প্রতিবেদক: এক মৌসুমে তিনজনকে অধিনায়ক করতো হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। তামিম ইকবাল, তাওহিদ হৃদয় হয়ে এবার দলটির নেতৃত্ব এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ শুরু হবে বৃহস্পতিবার ১৭ এপ্রিল। প্রথম দিনই মাঠে নামবে মোহামেডান। তাদের প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ। এই ম্যাচ থেকেই মোহামেডানের অধিনায়ক মাহমুদউল্লাহ। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে অধিনায়ক হওয়ার কথা ছিল হৃদয়ের। কিন্তু রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে আবাহনীর বিপক্ষে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ডানহাতি ব্যাটার। যে কারণে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না হৃদয়। ২৪ বছর বয়সী হৃদয়ের আগে মোহামেডানের ঝাণ্ডা ছিল তামিম ইকবালের হাতে। কিন্তু গেল ২৪ মার্চ শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমে হার্ট অ্যাটাকের পর আর খেলার মাঠে নামার অবস্থা নেই তামিমের। যে কারণে বাধ্য হয়েই অধিনায়ক বদল করেছে মোহামেডান।