ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মোশাররফ-পার্নো ‘বিলডাকিনি’ আসছে ২৪ জানুয়ারি

  • আপডেট সময় : ০৬:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: অভিনেতা মোশাররফ করিম ও কলকাতার নায়িকা পার্নো মিত্রের ‘বিলডাকিনি’ সিনেমা মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে সিনেমার নির্মাতা ফজলুল কবীর তুহিন ঘোষণা দিয়েছেন, ২৪ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিলডাকিনি।

এক বিজ্ঞপ্তিতে নির্মাতা তুহিন জানিয়েছেন, শুক্রবার চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা করতে নির্মাতা ও কলাকুশলীরা চলে যান সিনেমাটির শুটিং স্পটে। সেখানে কেক কেটে ও পোস্টার উন্মোচন করে মুক্তিযাত্রা উদযাপন করা হয়। গত বছরের ১৭ জানুয়ারি সেন্সর ছাড়পত্র পেয়েছিল সিনেমাটির। এরপর বেশ কয়েকবার মুক্তির সিদ্ধান্ত নিলেও নানা জটিলতায় মুক্তি দেওয়া হয়নি।

সিনেমার গল্প নিয়ে তুহিন বলেন, “একজন নারী ও তার মাতৃত্বের স্বাধীনতার প্রশ্নে অসম্ভব লড়াইয়ের গল্প এটি। চিরায়ত বাংলার রূপ এই সিনেমায় দেখতে পারবেন দর্শক।”
পোস্টার উন্মোচন অনুষ্ঠানে মোশাররফ করিম বলেন, “এটি আমার একটি প্রিয় সিনেমা। তার প্রধান কারণ হচ্ছে সিনেমার গল্পে আমাদের সমাজের কথা,সমাজের সমস্যার কথা উঠে এসেছে।

সমস্যা থেকে উত্তরণের কথাও বলা হয়েছে। “আমি ব্যক্তিগতভাবে অভিনয় করে সন্তুষ্ট এবং তৃপ্ত। আমি চাই সিনেমাটি সবাই দেখুক। এটা আমাদের দেশের, আমাদের গল্পের সিনেমা।” বিলডাকিনিতে মোশাররফ অভিনয় করেছেন মানিক মাঝি চরিত্রে। যিনি একজন বাউলের সন্তান। অন্যদিকে পার্নোর চরিত্রের নাম হানুফা।

গ্রামীণ নারী হনুফার গল্পেই আবর্তিত হয় বিলডাকিনি চলচ্চিত্রের কাহিনি। ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘বিলডাকিনি’ সিনেমার পরিচালক হিসেবে মনজুরুল ইসলামের নাম ছিল; পরে তার বদলে সিনেমাটি তুহিনকে পরিচালনার দায়িত্ব দেন প্রযোজক আবদুল মমিন।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মোশাররফ-পার্নো ‘বিলডাকিনি’ আসছে ২৪ জানুয়ারি

আপডেট সময় : ০৬:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: অভিনেতা মোশাররফ করিম ও কলকাতার নায়িকা পার্নো মিত্রের ‘বিলডাকিনি’ সিনেমা মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে সিনেমার নির্মাতা ফজলুল কবীর তুহিন ঘোষণা দিয়েছেন, ২৪ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিলডাকিনি।

এক বিজ্ঞপ্তিতে নির্মাতা তুহিন জানিয়েছেন, শুক্রবার চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা করতে নির্মাতা ও কলাকুশলীরা চলে যান সিনেমাটির শুটিং স্পটে। সেখানে কেক কেটে ও পোস্টার উন্মোচন করে মুক্তিযাত্রা উদযাপন করা হয়। গত বছরের ১৭ জানুয়ারি সেন্সর ছাড়পত্র পেয়েছিল সিনেমাটির। এরপর বেশ কয়েকবার মুক্তির সিদ্ধান্ত নিলেও নানা জটিলতায় মুক্তি দেওয়া হয়নি।

সিনেমার গল্প নিয়ে তুহিন বলেন, “একজন নারী ও তার মাতৃত্বের স্বাধীনতার প্রশ্নে অসম্ভব লড়াইয়ের গল্প এটি। চিরায়ত বাংলার রূপ এই সিনেমায় দেখতে পারবেন দর্শক।”
পোস্টার উন্মোচন অনুষ্ঠানে মোশাররফ করিম বলেন, “এটি আমার একটি প্রিয় সিনেমা। তার প্রধান কারণ হচ্ছে সিনেমার গল্পে আমাদের সমাজের কথা,সমাজের সমস্যার কথা উঠে এসেছে।

সমস্যা থেকে উত্তরণের কথাও বলা হয়েছে। “আমি ব্যক্তিগতভাবে অভিনয় করে সন্তুষ্ট এবং তৃপ্ত। আমি চাই সিনেমাটি সবাই দেখুক। এটা আমাদের দেশের, আমাদের গল্পের সিনেমা।” বিলডাকিনিতে মোশাররফ অভিনয় করেছেন মানিক মাঝি চরিত্রে। যিনি একজন বাউলের সন্তান। অন্যদিকে পার্নোর চরিত্রের নাম হানুফা।

গ্রামীণ নারী হনুফার গল্পেই আবর্তিত হয় বিলডাকিনি চলচ্চিত্রের কাহিনি। ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘বিলডাকিনি’ সিনেমার পরিচালক হিসেবে মনজুরুল ইসলামের নাম ছিল; পরে তার বদলে সিনেমাটি তুহিনকে পরিচালনার দায়িত্ব দেন প্রযোজক আবদুল মমিন।