ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

মোবাইল লাইফ স্টাইল পণ্য নিয়ে যাত্রা শুরু করলো এক্সট্রা

  • আপডেট সময় : ১২:৩০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক :মোবাইল লাইফ স্টাইল পণ্য নিয়ে যাত্রা শুরু করেছে নতুন ব্র্যান্ড এক্সট্রা। সেলেক্সট্রার হাত ধরে এই ব্র্যান্ডটি বাজারে এসেছে। ইতোমধ্যে পণ্য তালিকায় বিভিন্ন ধরনের নেকব্যান্ড, ডাটা ক্যাবল ও হেডফোন যুক্ত করেছে ব্র্যান্ডটি।
বাজারে অরিজিনাল লাইফ স্টাইল পণ্য যখন প্রশ্নের সম্মুখীন এবং অনেক ব্র্যান্ড’র লোগো ব্যবহার করা কপি পণ্যে যখন মার্কেট সয়লাব ঠিক তখনই সেলেক্সটা তার নিজের ব্র্যান্ড এক্সট্রা নিয়ে যাত্রা শুরু করলো।
এ প্রসঙ্গে জানতে চাইলে সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, আমরা সবার আগে কাজ করেছি পণ্যের মান নিয়ে। তারপর কাজ করেছি মূল্য নিয়ে। আমাদের প্রতিটি পণ্যে রয়েছে বিভিন্ন মেয়াদে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আমরা সাধ্যের মধ্যে সেরাটা সবসময় দেওয়ার চেষ্টা করবো।
এক্সট্রার পণ্য তালিকায় রয়েছে ছয়টি পণ্য। এক্সট্রা এন-টোয়েন্টি নেকব্যান্ড। এটিতে ৩ মাসের ওয়ারেন্টি পাবেন ক্রেতারা। কালো রঙয়ের এই ব্র্যান্ডের দাম ৪৭৫ টাকা। নতুন তিনটি হেডফোন বাজারে এনেছে এক্সট্রা। এক্সট্রা বি১৫, এক্সট্রা বি৪৫, এক্সট্রা বি৭৫। হেডফোনগুলোর দাম যথাক্রমে ১২০, ২৫০ ও ৩৫০ টাকা।
নতুন কয়েক ধরনের ডাটা ক্যাবল বাজারে এনেছে এক্সট্রা। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- এক্সট্রা সি-থার্টি ক্যাবল টাইপ-বি, এক্সট্রা সি-৭০ ক্যাবল টাইপ-সি ও এক্সট্রা সি-৮০ ক্যাবল টাইপ-সি। প্রত্যেকটা ডাটা ক্যাবলে ৬ মাসের ওয়ারেন্টি পাবেন ক্রেতারা। এক্সট্রা সি-থার্টি ক্যাবল টাইপ-বি ডাটা ক্যাবলে ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। এক্সট্রা সি-থার্টি ক্যাবল সাদা ও কালো দুটি রঙয়ে পাওয়া যাবে, দাম ১৭০ টাকা। সি-৭০ ক্যাবলটি গোলাপী এবং সি-৮০ ক্যাবলটি কালো রঙয়ে পাওয়া যাবে। দুটির দাম যথাক্রমে ১৮০ ও ১৯০ টাকা। এক্সট্রার পণ্য ও ব্র্যান্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে যঃঃঢ়ং://িি.িংধষবীঃৎধ.পড়স.নফ/ীঃৎধ থেকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মোবাইল লাইফ স্টাইল পণ্য নিয়ে যাত্রা শুরু করলো এক্সট্রা

আপডেট সময় : ১২:৩০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২

প্রযুক্তি ডেস্ক :মোবাইল লাইফ স্টাইল পণ্য নিয়ে যাত্রা শুরু করেছে নতুন ব্র্যান্ড এক্সট্রা। সেলেক্সট্রার হাত ধরে এই ব্র্যান্ডটি বাজারে এসেছে। ইতোমধ্যে পণ্য তালিকায় বিভিন্ন ধরনের নেকব্যান্ড, ডাটা ক্যাবল ও হেডফোন যুক্ত করেছে ব্র্যান্ডটি।
বাজারে অরিজিনাল লাইফ স্টাইল পণ্য যখন প্রশ্নের সম্মুখীন এবং অনেক ব্র্যান্ড’র লোগো ব্যবহার করা কপি পণ্যে যখন মার্কেট সয়লাব ঠিক তখনই সেলেক্সটা তার নিজের ব্র্যান্ড এক্সট্রা নিয়ে যাত্রা শুরু করলো।
এ প্রসঙ্গে জানতে চাইলে সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, আমরা সবার আগে কাজ করেছি পণ্যের মান নিয়ে। তারপর কাজ করেছি মূল্য নিয়ে। আমাদের প্রতিটি পণ্যে রয়েছে বিভিন্ন মেয়াদে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আমরা সাধ্যের মধ্যে সেরাটা সবসময় দেওয়ার চেষ্টা করবো।
এক্সট্রার পণ্য তালিকায় রয়েছে ছয়টি পণ্য। এক্সট্রা এন-টোয়েন্টি নেকব্যান্ড। এটিতে ৩ মাসের ওয়ারেন্টি পাবেন ক্রেতারা। কালো রঙয়ের এই ব্র্যান্ডের দাম ৪৭৫ টাকা। নতুন তিনটি হেডফোন বাজারে এনেছে এক্সট্রা। এক্সট্রা বি১৫, এক্সট্রা বি৪৫, এক্সট্রা বি৭৫। হেডফোনগুলোর দাম যথাক্রমে ১২০, ২৫০ ও ৩৫০ টাকা।
নতুন কয়েক ধরনের ডাটা ক্যাবল বাজারে এনেছে এক্সট্রা। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- এক্সট্রা সি-থার্টি ক্যাবল টাইপ-বি, এক্সট্রা সি-৭০ ক্যাবল টাইপ-সি ও এক্সট্রা সি-৮০ ক্যাবল টাইপ-সি। প্রত্যেকটা ডাটা ক্যাবলে ৬ মাসের ওয়ারেন্টি পাবেন ক্রেতারা। এক্সট্রা সি-থার্টি ক্যাবল টাইপ-বি ডাটা ক্যাবলে ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। এক্সট্রা সি-থার্টি ক্যাবল সাদা ও কালো দুটি রঙয়ে পাওয়া যাবে, দাম ১৭০ টাকা। সি-৭০ ক্যাবলটি গোলাপী এবং সি-৮০ ক্যাবলটি কালো রঙয়ে পাওয়া যাবে। দুটির দাম যথাক্রমে ১৮০ ও ১৯০ টাকা। এক্সট্রার পণ্য ও ব্র্যান্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে যঃঃঢ়ং://িি.িংধষবীঃৎধ.পড়স.নফ/ীঃৎধ থেকে।