ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

মোবাইল গেইমিং কোম্পানি কেনার ঘোষণা সনির

  • আপডেট সময় : ১০:২১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : বার্লিন ও হেলসিঙ্কিভিত্তিক মোবাইল গেইম নির্মাতা ‘স্যাভাজ গেইম স্টুডিও’ কেনার ঘোষণা দিয়েছে সনি। কনসোল গেইমিং ছাড়াও গেইমিং খাতে নিজস্ব অবস্থান তৈরির অংশ হিসেবে এই পদক্ষেপ নিচ্ছে জাপানের এই ইলেকট্রনিক জায়ান্ট।
গত সোমবার ২৯ আগস্ট নতুন এই কোম্পানি কেনার ঘোষণায় আর্থিক লেনদেন নিয়ে কোনো তথ্য উল্লেখ করেনি সনি। এ বছরের মে মাসে প্লেস্টেশন ৫ কনসোলের পাশাপাশি মোবাইল ও পিসিতে নতুন গেইম প্রকাশের মাধ্যমে নিজস্ব গেইমিং অভিজ্ঞতা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন সনির গেইমিং প্রধান জিম রায়ান। মোবাইল ফোনের জন্য একটি লাইভ সেবা ভিত্তিক অ্যাকশন গেইম নির্মাণ করছে দুই বছর আগে প্রতিষ্ঠিত হওয়া স্যাভাজ গেইম স্টুডিও। এটি প্লেস্টেশন স্টুডিও’র মোবাইল বিভাগের অংশ হবে বলে এক বিবৃতিতে বলেছে সনি। গেইমিং খাতে গ্রাহকরা যেন তুলনামূলক বেশি খরচ করে এবং অন্যান্য প্ল্যাটফর্মেও নিজস্ব গেইম সেবা ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে সনি। এ ছাড়া, প্রযুক্তিগত পরিবর্তন সমর্থনে আকারে বড় হার্ডওয়্যারের সঙ্গে ‘সম্পর্ক ছিন্নের’ বিষয়টিকেও এর কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। “প্লেস্টেশন স্টুডিওসকে অবশ্যই আমাদের সেবা বিস্তৃত ও বৈচিত্র্যময় করার কাজ চালিয়ে যেতে হবে ও ভালো মানের নতুন গেইম পৌঁছে দিতে হবে আরও বেশি গ্রাহকের হাতে।” –বলেছেন প্লেস্টেশন স্টুডিও’র প্রধান হার্মেন হালস্ট। সরবরাহে জটিলতার কারণে প্রত্যাশা অনুযায়ী পিএস৫ কনসোলের চাহিদা পূরণ করতে পারছে না সনি। গত সপ্তাহে চাপের মুখে পড়ে বেশ কিছু বাজারে এর দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন আপদ ‘মব সন্ত্রাস’, আতঙ্কে সারা দেশ

মোবাইল গেইমিং কোম্পানি কেনার ঘোষণা সনির

আপডেট সময় : ১০:২১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২

প্রযুক্তি ডেস্ক : বার্লিন ও হেলসিঙ্কিভিত্তিক মোবাইল গেইম নির্মাতা ‘স্যাভাজ গেইম স্টুডিও’ কেনার ঘোষণা দিয়েছে সনি। কনসোল গেইমিং ছাড়াও গেইমিং খাতে নিজস্ব অবস্থান তৈরির অংশ হিসেবে এই পদক্ষেপ নিচ্ছে জাপানের এই ইলেকট্রনিক জায়ান্ট।
গত সোমবার ২৯ আগস্ট নতুন এই কোম্পানি কেনার ঘোষণায় আর্থিক লেনদেন নিয়ে কোনো তথ্য উল্লেখ করেনি সনি। এ বছরের মে মাসে প্লেস্টেশন ৫ কনসোলের পাশাপাশি মোবাইল ও পিসিতে নতুন গেইম প্রকাশের মাধ্যমে নিজস্ব গেইমিং অভিজ্ঞতা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন সনির গেইমিং প্রধান জিম রায়ান। মোবাইল ফোনের জন্য একটি লাইভ সেবা ভিত্তিক অ্যাকশন গেইম নির্মাণ করছে দুই বছর আগে প্রতিষ্ঠিত হওয়া স্যাভাজ গেইম স্টুডিও। এটি প্লেস্টেশন স্টুডিও’র মোবাইল বিভাগের অংশ হবে বলে এক বিবৃতিতে বলেছে সনি। গেইমিং খাতে গ্রাহকরা যেন তুলনামূলক বেশি খরচ করে এবং অন্যান্য প্ল্যাটফর্মেও নিজস্ব গেইম সেবা ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে সনি। এ ছাড়া, প্রযুক্তিগত পরিবর্তন সমর্থনে আকারে বড় হার্ডওয়্যারের সঙ্গে ‘সম্পর্ক ছিন্নের’ বিষয়টিকেও এর কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। “প্লেস্টেশন স্টুডিওসকে অবশ্যই আমাদের সেবা বিস্তৃত ও বৈচিত্র্যময় করার কাজ চালিয়ে যেতে হবে ও ভালো মানের নতুন গেইম পৌঁছে দিতে হবে আরও বেশি গ্রাহকের হাতে।” –বলেছেন প্লেস্টেশন স্টুডিও’র প্রধান হার্মেন হালস্ট। সরবরাহে জটিলতার কারণে প্রত্যাশা অনুযায়ী পিএস৫ কনসোলের চাহিদা পূরণ করতে পারছে না সনি। গত সপ্তাহে চাপের মুখে পড়ে বেশ কিছু বাজারে এর দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে কোম্পানিটি।