ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

মোবাইল খেয়ে ফেললেন ব্যক্তি, অস্ত্রোপচারে রক্ষা

  • আপডেট সময় : ১১:৫০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
  • ১৩৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : কসোভোতে আস্ত মোবাইল ফোন খেয়ে ফেলার পর হাসপাতালে ভর্তি হতে হলো এক ব্যক্তিকে। পরে পরে চিকিৎসকরা অস্ত্রোপচার করে পেট থেকে সেই মোবাইল বের করেন। যার কারণে কোনোমতে প্রাণে বাঁচলেন ওই ব্যক্তি। খবর আনন্দবাজারের।
কসোভোর প্রিস্টিনা শহরে বসবাসকারী ৩৩ বছর বয়সী এক ব্যক্তি খেয়ে ফেলেছিলেন নোকিয়ার ৩৩১০ মডেলের একটি মোবাইল। ঘটনার পরেই দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা স্ক্যান করে দেখেন, পেটের মধ্যে তিন ভাগে ভাগ হয়ে গিয়েছে সেই ফোন। কিন্তু ফোন তো আর হজম হওয়া সম্ভব নয়। যদি কোনো কারণে ব্যাটারির ক্ষতিকর উপাদান শরীরে মেশে তাহলে শরীরের ক্ষতি হবে। সেই ভাবনা থেকেই দ্রুত শুরু হয় অস্ত্রোপচার। অস্ত্রোপচারের পরেই ফেসবুকে ছবি পোস্ট করেন চিকিৎসক। পোস্ট করা হয় এক্স-রে প্লেটের ছবিও। তাতে স্পষ্টই দেখা যাচ্ছে, পেটের মধ্যে রয়েছে মোবাইলটি। যদিও চিকিৎসক জানিয়েছেন, পেটে গিয়ে ফোনটি তিন ভাগে ভেঙে যায়। এর একটি অংশ ছিল ব্যাটারি, যেটি নিয়েই ছিল সবচেয়ে চিন্তা। যেকোনো সময় ব্যাটারির ক্ষতিকর পদার্থ শরীরে মিশে ক্ষতি করতে পারত। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পেটে অস্বস্তি নিয়ে ওই ব্যক্তি নিজেই এসেছিলেন হাসপাতালে। কীভাবে তাঁর পেটের মধ্যে ফোন গেল, তা স্পষ্ট করে বলেননি। এই অস্ত্রোপচারের সময় লাগে দুই ঘণ্টা। ২০১৪ সাল থেকে একাধিক আন্তর্জাতিক পরিসংখ্যানে দেখা গিয়েছে, অনেকেই এভাবে ফোন গিলে ফেলেছেন। তাঁদের মধ্যে কারও মৃত্যু হয়েছে, কেউ আবার অস্ত্রোপচারের পর বেঁচে আছেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মোবাইল খেয়ে ফেললেন ব্যক্তি, অস্ত্রোপচারে রক্ষা

আপডেট সময় : ১১:৫০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : কসোভোতে আস্ত মোবাইল ফোন খেয়ে ফেলার পর হাসপাতালে ভর্তি হতে হলো এক ব্যক্তিকে। পরে পরে চিকিৎসকরা অস্ত্রোপচার করে পেট থেকে সেই মোবাইল বের করেন। যার কারণে কোনোমতে প্রাণে বাঁচলেন ওই ব্যক্তি। খবর আনন্দবাজারের।
কসোভোর প্রিস্টিনা শহরে বসবাসকারী ৩৩ বছর বয়সী এক ব্যক্তি খেয়ে ফেলেছিলেন নোকিয়ার ৩৩১০ মডেলের একটি মোবাইল। ঘটনার পরেই দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা স্ক্যান করে দেখেন, পেটের মধ্যে তিন ভাগে ভাগ হয়ে গিয়েছে সেই ফোন। কিন্তু ফোন তো আর হজম হওয়া সম্ভব নয়। যদি কোনো কারণে ব্যাটারির ক্ষতিকর উপাদান শরীরে মেশে তাহলে শরীরের ক্ষতি হবে। সেই ভাবনা থেকেই দ্রুত শুরু হয় অস্ত্রোপচার। অস্ত্রোপচারের পরেই ফেসবুকে ছবি পোস্ট করেন চিকিৎসক। পোস্ট করা হয় এক্স-রে প্লেটের ছবিও। তাতে স্পষ্টই দেখা যাচ্ছে, পেটের মধ্যে রয়েছে মোবাইলটি। যদিও চিকিৎসক জানিয়েছেন, পেটে গিয়ে ফোনটি তিন ভাগে ভেঙে যায়। এর একটি অংশ ছিল ব্যাটারি, যেটি নিয়েই ছিল সবচেয়ে চিন্তা। যেকোনো সময় ব্যাটারির ক্ষতিকর পদার্থ শরীরে মিশে ক্ষতি করতে পারত। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পেটে অস্বস্তি নিয়ে ওই ব্যক্তি নিজেই এসেছিলেন হাসপাতালে। কীভাবে তাঁর পেটের মধ্যে ফোন গেল, তা স্পষ্ট করে বলেননি। এই অস্ত্রোপচারের সময় লাগে দুই ঘণ্টা। ২০১৪ সাল থেকে একাধিক আন্তর্জাতিক পরিসংখ্যানে দেখা গিয়েছে, অনেকেই এভাবে ফোন গিলে ফেলেছেন। তাঁদের মধ্যে কারও মৃত্যু হয়েছে, কেউ আবার অস্ত্রোপচারের পর বেঁচে আছেন।