ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

মোনালিসা

  • আপডেট সময় : ০৯:১৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
  • ৫৯ বার পড়া হয়েছে

খাদিজা বেগম : ও-গো আমার মোনালিসা
দাও ছেড়ে দাও আমার আশা,
তোমার আমার হবেনা আর
এক সাথেতে মরা বাঁচা।।

ষাটবার ভাইভা দিয়েও তো
এই কপালে নেই চাকরিটা,
ছুড়ে ফেলে পুড়ে ফেল
অবুঝ প্রেমের ঐ ডাইরিটা।

জ্বলছে আগুন এই বুকেতে
পুড়ছে আশা ভালবাসা,
মরার আগেই মরে গেছি
চতুর্দিকে আজ হতাশা।।
ও-গো আমার মোনালিসা
দাও ছেড়ে দাও আমার আশা।।

ভাল থেকো সুখে থেকো
বাঁধ বোনা আর আমার প্রেমে,
ভালবাসার স্মৃতি হবো
অদৃশ্য এক কোনো ফ্রেমে।

আশায় আশায় দিন হলো শেষ
সামনে আঁধার ঘোর কুয়াশা,
তোমায় দেবার নেই কিছু নেই
দুই নয়নে শুধু বর্ষা।।
ও-গো আমার মোনালিসা
দাও ছেড়ে দাও আমার আশা।।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মোনালিসা

আপডেট সময় : ০৯:১৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১

খাদিজা বেগম : ও-গো আমার মোনালিসা
দাও ছেড়ে দাও আমার আশা,
তোমার আমার হবেনা আর
এক সাথেতে মরা বাঁচা।।

ষাটবার ভাইভা দিয়েও তো
এই কপালে নেই চাকরিটা,
ছুড়ে ফেলে পুড়ে ফেল
অবুঝ প্রেমের ঐ ডাইরিটা।

জ্বলছে আগুন এই বুকেতে
পুড়ছে আশা ভালবাসা,
মরার আগেই মরে গেছি
চতুর্দিকে আজ হতাশা।।
ও-গো আমার মোনালিসা
দাও ছেড়ে দাও আমার আশা।।

ভাল থেকো সুখে থেকো
বাঁধ বোনা আর আমার প্রেমে,
ভালবাসার স্মৃতি হবো
অদৃশ্য এক কোনো ফ্রেমে।

আশায় আশায় দিন হলো শেষ
সামনে আঁধার ঘোর কুয়াশা,
তোমায় দেবার নেই কিছু নেই
দুই নয়নে শুধু বর্ষা।।
ও-গো আমার মোনালিসা
দাও ছেড়ে দাও আমার আশা।।