ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

মোদী ট্রাম্পকে ফোন না করায় থমকে গেছে বাণিজ্য চুক্তি

  • আপডেট সময় : ০৬:৪১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন না করায় দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তিটি পিছিয়ে গেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।

ট্রাম্পকে ফোন করে আলোচনাধীন চুক্তিটি চূড়ান্ত করার কথা ছিল মোদীর, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

লুটনিক শুক্রবার (৯ জানুয়ারি) এ কথা জানান বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে।

দুই দেশের মধ্যকার বাণিজ্য আলোচনা গত বছর ভেস্তে যাওয়ার পর ট্রাম্প আগস্টে ভারতীয় পণ্যে শুল্ক দ্বিগুণ করে ৫০% করেন, যা বিশ্বের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। এই শুল্কের মধ্যে ২৫ শতাংশই দেওয়া হয়েছে ভারত রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখায়। সব প্রস্তুতি সম্পন্ন ছিল, আর চুক্তি চূড়ান্ত করতে মোদিকে প্রেসিডেন্টকে ফোন করতেই হতো। কিন্তু তারা তা করতে অস্বস্তি বোধ করে। তাই মোদী ফোন করেননি, ব্যবসা ও প্রযুক্তি বিষয়ে চার ভেঞ্চার ক্যাপিটালিস্টের পডকাস্ট ‘অল-ইনে’ দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন লুটনিক।

চলতি সপ্তাহে ট্রাম্প আলোচনার চাপ বাড়িয়ে রাশিয়ার তেল আমদানি না কমালে ভারতের ওপর শুল্ক আরো বাড়বে এমন সতর্কবার্তা দেওয়ার পর মার্কিন বাণিজ্যমন্ত্রীর এ মন্তব্য এল।
ওয়াশিংটনের এ সতর্কবার্তার পর ভারতীয় রুপির রেকর্ড দরপতনের খবর পাওয়া গেছে, উদ্বিগ্ন বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির আলোচনায় অগ্রগতি দেখতে মুখিয়ে আছেন। ভারত এখনো এমন একটি শুল্ক হার চাইছে যা ওয়াশিংটন ব্রিটেন ও ভিয়েতনামের জন্য ধার্য করেছে, আগে এ বিষয়ে সমঝোতা হলেও ওই প্রস্তাবের মেয়াদ এরইমধ্যে শেষ হয়ে গেছে, বলেছেন লুটনিক।

মার্কিন মন্ত্রীর এ মন্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া চেয়ে রয়টার্স ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে ইমেইল পাঠালেও তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে জবাব মেলেনি। নয়া দিল্লি ও ওয়াশিংটন গত বছর একটি বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু দুই পক্ষের মধ্যে যোগাযোগ ভেঙে পড়ার পর ওই চুক্তির সম্ভাবনা শেষ হয়ে যায়, বলেছে রয়টার্স।
আলোচনায় জড়িত ভারতীয় এক সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানায়, মোদী ট্রাম্পকে ফোন করতে পারতেন না এই ভয়ে যে একপাক্ষিক কথোপকথন তাকে চাপের মুখে ফেলতে পারে।

সানা/ওআ/৯/১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মোদী ট্রাম্পকে ফোন না করায় থমকে গেছে বাণিজ্য চুক্তি

আপডেট সময় : ০৬:৪১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

প্রত্যাশা ডেস্ক: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন না করায় দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তিটি পিছিয়ে গেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।

ট্রাম্পকে ফোন করে আলোচনাধীন চুক্তিটি চূড়ান্ত করার কথা ছিল মোদীর, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

লুটনিক শুক্রবার (৯ জানুয়ারি) এ কথা জানান বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে।

দুই দেশের মধ্যকার বাণিজ্য আলোচনা গত বছর ভেস্তে যাওয়ার পর ট্রাম্প আগস্টে ভারতীয় পণ্যে শুল্ক দ্বিগুণ করে ৫০% করেন, যা বিশ্বের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। এই শুল্কের মধ্যে ২৫ শতাংশই দেওয়া হয়েছে ভারত রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখায়। সব প্রস্তুতি সম্পন্ন ছিল, আর চুক্তি চূড়ান্ত করতে মোদিকে প্রেসিডেন্টকে ফোন করতেই হতো। কিন্তু তারা তা করতে অস্বস্তি বোধ করে। তাই মোদী ফোন করেননি, ব্যবসা ও প্রযুক্তি বিষয়ে চার ভেঞ্চার ক্যাপিটালিস্টের পডকাস্ট ‘অল-ইনে’ দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন লুটনিক।

চলতি সপ্তাহে ট্রাম্প আলোচনার চাপ বাড়িয়ে রাশিয়ার তেল আমদানি না কমালে ভারতের ওপর শুল্ক আরো বাড়বে এমন সতর্কবার্তা দেওয়ার পর মার্কিন বাণিজ্যমন্ত্রীর এ মন্তব্য এল।
ওয়াশিংটনের এ সতর্কবার্তার পর ভারতীয় রুপির রেকর্ড দরপতনের খবর পাওয়া গেছে, উদ্বিগ্ন বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির আলোচনায় অগ্রগতি দেখতে মুখিয়ে আছেন। ভারত এখনো এমন একটি শুল্ক হার চাইছে যা ওয়াশিংটন ব্রিটেন ও ভিয়েতনামের জন্য ধার্য করেছে, আগে এ বিষয়ে সমঝোতা হলেও ওই প্রস্তাবের মেয়াদ এরইমধ্যে শেষ হয়ে গেছে, বলেছেন লুটনিক।

মার্কিন মন্ত্রীর এ মন্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া চেয়ে রয়টার্স ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে ইমেইল পাঠালেও তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে জবাব মেলেনি। নয়া দিল্লি ও ওয়াশিংটন গত বছর একটি বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু দুই পক্ষের মধ্যে যোগাযোগ ভেঙে পড়ার পর ওই চুক্তির সম্ভাবনা শেষ হয়ে যায়, বলেছে রয়টার্স।
আলোচনায় জড়িত ভারতীয় এক সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানায়, মোদী ট্রাম্পকে ফোন করতে পারতেন না এই ভয়ে যে একপাক্ষিক কথোপকথন তাকে চাপের মুখে ফেলতে পারে।

সানা/ওআ/৯/১/২০২৬